Ajker Patrika

ফসলি জমি রক্ষায় কৃষকের মানববন্ধন

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৬: ৩১
ফসলি জমি রক্ষায় কৃষকের মানববন্ধন

নরসিংদীর মনোহরদী উপজেলায় নদী পাড়ের ফসলি জমি রক্ষায় মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। গতকাল শনিবার দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়ীয়া এলাকার আড়িয়ল খাঁ নদীর পাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জানানো হয়, আড়িয়ল খাঁ নদীর নাব্যতা ফেরাতে খননের কাজ শুরু হয়েছে। এতে নদীর বালু চরের জমিতে ফেলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি। এ নদী থেকে উত্তোলন করা মাটি ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলে মানববন্ধনে অভিযোগ করা হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন ভূমি মালিক ও কৃষ্ণপুর ইউপি ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. হারুন মিয়া, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোল্লা হোসেন, জমিমালিক সবুজ মিয়া, তুষার হোসেন, ফোর কান বেগম প্রমুখ।

ফোর কান বেগম বলেন, ‘কটিয়াদী উপজেলার মণির হোসেন এবং তাপস রাতের আধারে আমাদের ফসলি জমিতে মাটি ফেলছেন। তাঁদের বাধা দিলে সদলবলে আমাদের হত্যাসহ নানা হুমকি দিচ্ছেন। এ সব বিষয়ে নদী খনন প্রকল্পের দায়িত্বে থাকা সেনাবাহিনীর কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি।’

ইউপি সদস্য মো. হারুন মিয়া বলেন, ‘এখানের বেশির ভাগ মানুষ কৃষি কাজের ওপর নির্ভরশীল। আমরা চাই জমিতে যেন আর বালু না ফেলা হয়। নদীর পাড়ে বালু ফেলার অনেক জায়গা রয়েছে। পরিকল্পনা করে সেখানে বালু ফেলা হোক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত