Ajker Patrika

কোম্পানীগঞ্জে ছোট ভাইকে হারাতে প্রার্থী হলেন বড় ভাই

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১১: ৪৭
কোম্পানীগঞ্জে ছোট ভাইকে হারাতে প্রার্থী হলেন বড় ভাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সপ্তম ধাপে অনুষ্ঠেয় চরকাঁকড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে সদস্য পদে ছোট ভাইকে হারাতে প্রার্থী হলেন বড় ভাই।

তাঁরা হলেন ওই ওয়ার্ডের বুধাকাজী বাড়ির শেখ আহমদের ছেলে মাহফুজ আলম মানিক (৪৫) এবং তাঁর ভাই মো. জামাল উদ্দিন (৩৮)। মো. জামাল উদ্দিন ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। তাঁর নির্বাচনী প্রতীক তালা। আর বড় ভাই মানিকের নির্বাচনী প্রতীক মোরগ। ওয়ার্ডে এবারের নির্বাচনে সদস্য প্রার্থী মোট চারজন। ওই ওয়ার্ডে ভোটার সংখ্যা ৪ হাজার ১৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ২৫ ও নারী ভোটার ২১২১ জন।

ভোটারদের সঙ্গে আলাপ করে জানা যায়, দুই ভাইয়ের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। বিগত নির্বাচনের মতো এবারও ছোট ভাই জামালকে পরাজিত করার লক্ষ্যে লড়ছেন মানিক।

দুই ভাই একই নির্বাচনী এলাকায় প্রার্থী হওয়ায় বিপাকে পড়েছেন আত্মীয়স্বজন ও সাধারণ ভোটাররা। এ বিষয়ে জানতে চাইলে বর্তমান ইউপি সদস্য জামাল উদ্দিন পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘বড় ভাই মনে করেন যে, আমি ইউপি সদস্য হয়ে অনেক টাকা আয় করছি। একজন ইউপি সদস্য বৈধ-অবৈধ পথে অনেক আয় করতে পারে। এ জন্যই ঈর্ষান্বিত হয়ে বড় ভাই মানিক আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।’

অপরদিকে মনিক বলেন, ‘বিগত ১০ বছর একনাগাড়ে ইউপি সদস্য থেকে এলাকায় কোনো দৃশ্যমান উন্নয়ন সে করেনি। উপরন্তু সে ব্যাপক সালিস বাণিজ্য, ভিজিপি, ভিজিডি কার্ড, প্রতিবন্ধী কার্ড, বিধবা ভাতা কার্ড, প্রসূতি-মাতৃদুগ্ধ ভাতা, ওয়ারিশ সনদ এবং জন্ম-মৃত্যু নিবন্ধন সংশোধনসহ সব ক্ষেত্রে ব্যাপক অনিয়ম করে অর্থকড়ি আদায় করেছে। তার ওপর ওয়ার্ডের জনসাধারণ ক্ষুব্ধ। তাই জনগণকে কাঙ্ক্ষিত সেবা দেওয়ার লক্ষ্যে জনগণই আমাকে প্রার্থী করিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত