Ajker Patrika

ইউপি নির্বাচনে নৌকার পক্ষে মাঠে বিএনপি নেতারা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৯: ২৩
ইউপি নির্বাচনে নৌকার পক্ষে মাঠে বিএনপি নেতারা

বগুড়ার শাজাহানপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে মাঠে নেমেছেন বিএনপির তৃণমূলের বেশ কয়েকজন নেতা।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে উপজেলা বিএনপি। আর উপজেলা আওয়ামী লীগের আশঙ্কা, বিএনপি-জামায়াতের ভেতরে অন্য কোনো পরিকল্পনা থাকতে পারে।

নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর শাজাহানপুরের ৯টি ইউপিতে ভোট হবে। আওয়ামী লীগ সরকারের অধীনে এই নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বিএনপি। তবে দলটির অনেক নেতা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

জানা গেছে, আগেও বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের সমর্থন দিয়েছেন বিএনপি নেতারা। কিন্তু এবারই প্রথম আওয়ামী লীগ প্রার্থীদের সভা-সমাবেশে প্রকাশ্যে নৌকার জন্য ভোট চাইছেন বিএনপি নেতা-কর্মীরা।

গোহাইল ইউপিতে নৌকার প্রার্থী হয়েছেন আলী আতোয়ার তালুকদার ফজু। তাঁর নির্বাচনী প্রচারে বক্তব্য দিচ্ছেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেহের আলম ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মো. গোলাম ইয়াছিনসহ অনেকে।

এ ব্যাপারে জানতে চাইলে গোলাম ইয়াছিন বলেন, ‘আমি একটি মসজিদ কমিটির দায়িত্বে আছি। কমিটির লোকজন নৌকার পক্ষে ভোট করার জন্য খুব করে ধরেছিল। ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের সঙ্গে আলোচনা করেই নৌকা প্রতীক প্রার্থীর হয়ে কাজ করছি।’

ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেদ দাবি করেন, আলী আতোয়ার নির্বাচনী প্রচারণায় তাঁর গ্রামে এসেছিলেন। সে সময় তিনি একটি কাগজে স্বাক্ষরের জন্য শুধু তাঁর কাছে গিয়েছিলেন।

এদিকে আমরুল ইউপিতে নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাইফুল ইসলাম বিমান। তাঁর হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহাতাব উদ্দিন সন্টু। তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগের প্রার্থীর প্রচার করছি না। এলাকার মানুষ ও এলাকার স্বার্থে স্বতন্ত্র প্রার্থীর হয়ে প্রচার করছি।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাকিম জানান, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন না করার জন্য কেন্দ্রীয় বিএনপি সিদ্ধান্ত দিয়েছে। তাই বিএনপি ইউপি নির্বাচনে অংশ নেবে না। সেখানে বিএনপির নেতা-কর্মী নৌকার হয়ে প্রচারে অংশ নেওয়ার প্রশ্নই ওঠে না। এ রকম ঘটনার সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী বলেন, ‘বিএনপির রাজনৈতিক ব্যর্থতা এবং আওয়ামী লীগের উন্নয়নে মুগ্ধ হয়ে বিএনপির কেউ কেউ নৌকার প্রচারে অংশ নিতে পারেন। তবে বিএনপি-জামায়াতের ভেতরে অন্য কোনো পরিকল্পনা থাকতে পারে বলে আমার আশঙ্কা রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত