Ajker Patrika

তালতলীতে ছাত্রদলের সদস্যসচিবকে অব্যাহতি

তালতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১০: ৪১
তালতলীতে ছাত্রদলের সদস্যসচিবকে অব্যাহতি

সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে বরগুনার তালতলী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. জহিরুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত বুধবার রাতে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম সুমনের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, তালতলীতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ক্রমাগত অশোভনীয় ও অসংলগ্ন আচরণের কারণে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. জহিরুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়াও অব্যাহতি দেওয়া ওই চিঠিতে বলা হয়, বারবার সংগঠন বিরোধী কর্মকাণ্ড পরিহার করতে বলা হলেও জহিরুল ইসলাম ছাত্রদলের নেতৃবৃন্দের নির্দেশনা কর্ণপাত না করে নিজ সিদ্ধান্ত অনুযায়ী তালতলী উপজেলায় সংগঠন শৃঙ্খলা পরিপন্থী কাজ চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ ছিল। এ অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে তাঁর দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে এমন কর্মকাণ্ডের জন্য তাঁকে কেন ছাত্রদল থেকে বহিষ্কার করা হবে না তা তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে সশরীরে উপস্থিত হয়ে জানাতে বলা হয়।

এ বিষয়ে জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি বলেন, ‘সদস্যসচিব জহুরুল ইসলাম সংগঠনে থেকে বারবার সংগঠনবিরোধী কর্মকাণ্ড করে আসছেন। এগুলো তাঁকে বর্জন করার কথা বললেও তিনি শুনেননি। উল্টো বিভিন্ন সময় ব্যক্তি স্বার্থে প্রোগ্রাম করেন। এ ছাড়া ব্যানার ও ফেস্টুনে বিভিন্ন ব্যক্তির ছবি দিয়েও মন্তব্য করেন। নিষেধ করার পরও তিনি এমন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। এগুলো প্রমাণিত হওয়াতেই তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

অব্যাহতি পাওয়া সদস্যসচিব জহিরুল ইসলাম বলেন, ‘সংগঠনবিরোধী কর্মকাণ্ড বলতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সময় ব্যানারে ভুলবশত জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি দেওয়া হয়নি। এ জন্য জেলা ছাত্রদল আমাকে অব্যাহতি দিয়েছেন।’ ক্রমাগত অশোভনীয় ও অসংলগ্ন আচরণের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত