Ajker Patrika

এগিয়ে গেল অস্ট্রেলিয়া

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৭: ১৯
এগিয়ে গেল অস্ট্রেলিয়া

টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানো অস্ট্রেলিয়া এবার ৭ উইকেটে হারাল সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে।

টস হেরে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে ১৫৫ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। জবাবে ১৮ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

জবাব দিতে নেমে অস্ট্রেলিয়াকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। দলীয় ৭০ রানে ভাঙে এই জুটি। ২৩ বলে ৩৭ রান করেন ফিঞ্চ। তবে অস্ট্রেলিয়াকে এগিয়ে নেন এই ম্যাচ দিয়ে ছন্দে ফেরা ওয়ার্নার। এই বাঁহাতি ওপেনার আউট হন ৬৫ রান করে। তবে স্মিথ (২৮) ও স্টোয়িনিস (১৬) অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

এর আগে কুশল পেরেরা (৩৫) ও আসালেঙ্কার (৩৫) ব্যাটে ১৫৪ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত