Ajker Patrika

আজ ১০০ জন পাবেন করোনার বুস্টার ডোজ

সিলেট প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১১: ২৮
আজ ১০০ জন পাবেন করোনার বুস্টার ডোজ

সিলেট নগরীতে করোনা প্রতিরোধী টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু আজ থেকে। যাঁদের বয়স ৬০ বছরের বেশি এবং যাঁরা কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে আছেন, তাঁদের করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। গতকাল বিষয়টি নিশ্চিত করেছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) স্বাস্থ্য বিভাগ।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস পরে বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ নিতে পারবেন। প্রথম দিন পরীক্ষামূলকভাবে ১০০ জনকে টিকার বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

জাহিদুল ইসলাম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মনোনীত ছয় হাজার জনের একটি তালিকা পাঠানো হয়েছে। যাঁদের মধ্যে রয়েছে ষাটোর্ধ্ব নাগরিক ও ফ্রন্ট লাইনাররা। তাঁদের মধ্য থেকে প্রথম ১০০ জনকে আজ টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে এই তালিকায় থাকা সবাইকে এসএমএস পাঠানো হবে এবং তারিখ অনুযায়ী টিকা দেওয়া হবে।

বুস্টার ডোজ হিসেবে কোন টিকা দেওয়া হবে জানতে চাইলে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘করোনা প্রতিরোধী টিকার বুস্টার ডোজ হিসেবে মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে তিনটি টিকার কথা। সেগুলো হচ্ছে ফাইজার-বায়োএনটেক, মডার্না এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা। এ ক্ষেত্রে টিকাগ্রহীতার টিকা বেছে নেওয়ার সুযোগ নেই। বর্তমানে আমাদের কাছে ফাইজারের টিকার পর্যাপ্ত মজুত থাকায় আমরা ফাইজারের টিকাই দেব।’

জাহিদুল ইসলাম আরও জানান, মন্ত্রণালয়ের এক নির্দেশনায় জানানো হয়েছে প্রতিদিন রুটিন টিকার সঙ্গে বুস্টার ডোজ দেওয়ার জন্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত