Ajker Patrika

পৌরসভার ট্রাকচালককে পেটানোর অভিযোগ

ধুনট (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৪: ০৪
পৌরসভার ট্রাকচালককে পেটানোর অভিযোগ

বগুড়ার ধুনট পৌরসভা কার্যালয়ের ট্রাকচালক মিজানুর রহমানকে এক ভটভটিচালক পিটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি গতকাল মঙ্গলবার সকালে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

মিজানুর উপজেলার মাঠপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগ সূত্রে জানা গেছে, মিজানুর গত শনিবার ধুনট পূর্ব ভরনশাহী ইজতেমা থেকে ট্রাকে করে পণ্য নিয়ে বগুড়ার উদ্দেশে রওনা হন। পথে ধুনট উপজেলার সোনাহাটা বাজারের সিএনজি স্ট্যান্ড মোড় এলাকায় পৌঁছালে নান্দিয়ারপাড়া গ্রামের মিজান ভটভটি দিয়ে তাঁর ট্রাকে ধাক্কা দেন। এ সময় উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভটভটিচালক মিজান তাঁর লোকজন দিয়ে ট্রাকচালক মিজানুরকে মারপিট করে আহত করেন। পরে স্থানীয় লোকজন এলে তাঁরা ঘটনাস্থল থেকে চলে যায়। আহত মিজানুরকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চিকিৎসা শেষে মঙ্গলবার সকালে মিজানুর ভটভটিচালক মিজানসহ অজ্ঞাত আরও পাঁচজনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে ভটভটিচালক মিজানের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধুবালা বলেন, ‘ট্রাকচালককে মারপিটের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত