Ajker Patrika

রং মেলাও তো দেখি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১১: ২৫
রং মেলাও তো দেখি

অভ্র বড় ভাইয়ের সঙ্গে মিলেমিশেই থাকে। এমনকি যখন বাসায় শিক্ষক পড়াতে আসেন, তখনো সে ঠায় বসে থাকে। বেশ কতগুলো রঙের নাম শিখেছে সে।

বাংলা ও ইংরেজি দুটোতেই বলতে পারে রঙের নাম। তাই সে যখন ভারি উৎপাত করে, তখন রঙের খেলাতেই তাকে জব্দ করে মা, বাবা আর ভাই।

এই যে কিছুক্ষণ আগেই মা রান্না করতে পারছিলেন না অভ্রর দুষ্টুমির জন্য। তারপর বাবা এগিয়ে দিলেন ফলের ঝুড়িটা। টমেটো, শসা আর লেবুর ঝুড়িও এগিয়ে দিলেন। বললেন, ‘অভ্র, এখানে এসো। আচ্ছা সব সবুজ, লাল, কমলা রং আলাদা করে দেখাও তো। এই ঝুড়িতে সবুজ, এই ঝুড়িতে লাল আর ওই ঝুড়িটাতে কমলা রং রাখবে। তুমি যদি পাঁচ মিনিটের মধ্যে সব ঠিক করে রাখতে পারো, তাহলে তোমার জন্য একটা উপহার আছে।’

অভ্র প্রথমে লাল আপেলটা রাখল ঝুড়িতে। আর রাখল টমেটো, লাল ক্যাপসিকাম আর লাল আঙুর। এবার শসা, লেবু, সবুজ ক্যাপসিকাম, সবুজ আঙুর রাখল। এবার গাজর, কমলালেবু, মালটা রাখল সবশেষের ঝুড়িতে। অভ্র বড় করে হাততালি দিয়ে উঠল। বাবা একটা বড় চকলেট পকেট থেকে বের করে অভ্রর হাতে দিলেন।

তোমরাও কিন্তু খেলতে পারো এই রঙের খেলা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত