Ajker Patrika

অপহরণের ১২ ঘণ্টা পর কলেজছাত্র উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১১: ২৪
অপহরণের ১২ ঘণ্টা পর কলেজছাত্র উদ্ধার

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকা থেকে অপহরণের ১২ ঘণ্টা পর এক কলেজছাত্রকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

গত বুধবার উপজেলার রংছাতী ইউনিয়নের পাঁচগাও গুনিয়ারকোনা এলাকা থেকে কলেজছাত্রকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত কলেজছাত্রের নাম মো. কবির হোসেন (২০)। তিনি নেত্রকোনা শহরের পারলা এলাকার রুস্তম আলীর ছেলে এবং নেত্রকোনা সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।

গতকাল বৃহস্পতিবার নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আকবর আলী মুনসী।

সংবাদ সম্মেলনে জানা যায়, কবির হোসেন গত বুধবার সকাল সাতটার দিকে ভাড়া মোটরসাইকেলে করে পাঁচগাও এলাকার এক বন্ধুর বাড়িতে রওয়ানা হন। সকাল ১০টার দিকে পাঁচগাও এলাকায় পৌঁছামাত্রই অজ্ঞাতনামা তিন থেকে চারজন কবির হোসেনকে পথরোধ করে ভয়ভীতি দেখিয়ে অপহরণ করে সীমান্ত এলাকার অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায়। এ সময় তার কাছে থাকা ১০ হাজার টাকাও নিয়ে যায় অপহরণকারীরা। পরে তাকে মারধর করে ব্যক্তিগত মোবাইল ফোন থেকে কল করে কবিরের বাবা রুস্তম আলীকে। এ সময় অপহরণকারীরা ছেলেকে ছেড়ে দেওয়ার বিনিময়ে রুস্তম আলীর কাছে তিন লাখ টাকা দাবি করে। টাকা না দিলে কবিরকে মেরে ফেলার হুমকিও দেয় অপহরণকারীরা। এই ঘটনা দুপুর আড়াইটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এসে জানান রুস্তম আলী।

বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিক গোয়েন্দা পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠান পুলিশ সুপার। পরে গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রাত ১০টার দিকে ভারতীয় সীমান্ত থেকে ভিকটিমকে উদ্ধার করে। পরে কবিরকে প্রাথমিক চিকিৎসা শেষে বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়। অপহরণে জড়িতদের গ্রেপ্তার ও মামলা রুজু করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত কবির হোসেন ও তার বাবা-মা জেলা পুলিশকে ধন্যবাদ জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত