Ajker Patrika

মায়ের সঙ্গে এখনো দেখা করতে পারেননি পুতুল

আজকের পত্রিকা ডেস্ক
মায়ের সঙ্গে এখনো দেখা করতে পারেননি পুতুল

মা শেখ হাসিনার সঙ্গে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেখা করতে পারেননি সায়মা ওয়াজেদ পুতুল। নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে গতকাল তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

টুইটে পুতুল লিখেছেন, ‘প্রিয় বাংলাদেশে এত প্রাণহানিতে আমার হৃদয় ভেঙে গেছে। এই কঠিন মুহূর্তে মায়ের সঙ্গে দেখা করতে ও জড়িয়ে ধরতে না পারায়ও আমি মর্মাহত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক (দক্ষিণ-পূর্ব এশিয়ার) পরিচালক হিসেবে আমার কাজ করে যাচ্ছি।’

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে ৫ আগস্ট সোমবার পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। সেদিনই তিনি দিল্লি পৌঁছান। বিবিসি বাংলার তথ্যমতে, শেখ হাসিনা যখন দিল্লি পৌঁছান, তখন তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ছিলেন থাইল্যান্ডে। পরদিন মঙ্গলবার পুতুল ভারতে ফেরেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয় দিল্লিতে। সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার সুবাদে পুতুল বেশির ভাগ সময় দিল্লিতেই অবস্থান করেন।

বিবিসি বাংলা জানায়, দিল্লিতে ভারতের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, সায়মা ওয়াজেদ যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থার একজন কর্মকর্তা, সে কারণেই হয়তো বিশেষ পরিস্থিতিতে ভারতে আসা শেখ হাসিনার সঙ্গে তাঁর দেখা হয়ে ওঠেনি। তিনি বলেন, ‘প্রথম কথা হলো তিনি দিল্লিতে কি না, তা আমি জানি না। আর যদি থেকেও থাকেন, তিনি শেখ হাসিনার মেয়ে তো বটেই, কিন্তু আন্তর্জাতিক একটি সংস্থার শীর্ষ কর্মকর্তা হিসেবে সায়মা ওয়াজেদের আরও একটা পরিচয়ও আছে। আর সেটাই হয়তো এখানে দেখা করার ক্ষেত্রে বাধা হয়ে উঠেছে বলে ধারণা করছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত