Ajker Patrika

বগুড়ায় ২৪ ঘণ্টায় চার করোনা রোগী শনাক্ত

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৬: ৩৯
বগুড়ায় ২৪ ঘণ্টায় চার করোনা রোগী শনাক্ত

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় চারজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ১১৯টি নমুনা পরীক্ষার ফলাফলে তাঁরা শনাক্ত হন। শনাক্তের হার তিন দশমিক ৬৩ শতাংশ। একই সময়ের ব্যবধানে করোনা ও উপসর্গ নিয়ে কোনো মৃত্যু নেই। গতকাল রোববার বেলা ১টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়েছে।

গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত করোনায় নতুন কোনো মৃত্যু না থাকায় জেলায় মোট মৃত্যুসংখ্যা ৭৯৩ জনেই অপরিবর্তিত রয়েছে।

এর মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৮৫ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তাঁরা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে মৃত্যুর এই তালিকায় করোনা উপসর্গ নিয়ে মৃতরা নেই।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন একজন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন।

তাঁদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ১৩, মোহাম্মদ আলী হাসপাতালে ১২ ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত