গঙ্গাচড়া প্রতিনিধি
গঙ্গাচড়ার নোহালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে বসানো নৌকা ও লাঙ্গল প্রতীকের প্রার্থীদের নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এই ভাঙচুর করা হয়। এ ঘটনায় দুই চেয়ারম্যান প্রার্থী একে অপরকে দায়ী করছেন।
ভাঙচুরকালে সৃষ্ট সংঘর্ষে একজন আহত হয়েছেন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী আশরাফ আলী দাবি করেছেন, আহত লুৎফর রহমান নেলভেলু তাঁর নির্বাচনী প্রচারের কর্মী।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার বলেন, ‘আমি রাতে দোকান বন্ধ করে বাড়ি গিয়ে খাওয়া শেষ করে শুয়েছি মাত্র, তখনই শুনি চিল্লাচিল্লি। বাড়ি থেকে বের হয়ে দেখি অনেক লোকজন। নৌকা মার্কা ও লাঙ্গল মার্কার লোক। সবার হাতে লাঠি। একটু পর পুলিশ আসে। কিন্তু কে কোন দিকে পালাইছে বলে পুলিশ কাকো ধরতে পাড়ে নাই। পরে শুনলাম নৌকা মার্কার লোকজন আর লাঙ্গলে মারামারি হইছে। নৌকা মার্কার ক্লাবের সামনে নৌকা টাঙ্গানো ছিল। তা এখন ভাঙা। লাঙ্গল মার্কার ক্লাবের সামনে বড় একটা লাঙ্গল ছিল, সেটাও নাই। দুইটা ক্লাব বন্ধ বর্তমানে।’
নোহালী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ টিটুল বলেন, ‘কচুয়া সর্দারপাড়া এতিমখানা মোড়ে আমার নির্বাচনী অফিস অবস্থিত। জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আশরাফ আলী ও তাঁর লোকেরা শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এই অফিস ভাঙচুর করে। সে সময় তাঁরা আমার নির্বাচনী অফিসের আসবাবপত্র ও প্রতীক ভাঙচুর করেছে।’
অপরদিকে আশরাফ আলী বলেন, ‘আবুল কালাম আজাদ ও তাঁর লোকজন শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এসে অতর্কিতে আমার নির্বাচনী অফিসে হামলা চালায়। এ সময় আমার কর্মীরা বাধা দিলে তাঁদেরও বেদম মারপিট করা হয়। এতে একজন কর্মী গুরুতর আহত হলে তাঁকে রাতেই চিকিৎসার জন্য গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হামলাকারীরা আমার নির্বাচনী অফিস, একটি টিভি ও প্রতীক ভাঙচুর করেছে।’
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা (গঙ্গাচড়া উপজেলা সমবায় কর্মকর্তা) আবতাবুজ্জামান জানান, ঘটনার পরপরই উভয় প্রার্থী ফোন করে তাঁর কাছে অভিযোগ করেন। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, ‘উভয় পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ওসি আরও জানান, গঙ্গাচড়ায় নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
গঙ্গাচড়ার নোহালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে বসানো নৌকা ও লাঙ্গল প্রতীকের প্রার্থীদের নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এই ভাঙচুর করা হয়। এ ঘটনায় দুই চেয়ারম্যান প্রার্থী একে অপরকে দায়ী করছেন।
ভাঙচুরকালে সৃষ্ট সংঘর্ষে একজন আহত হয়েছেন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী আশরাফ আলী দাবি করেছেন, আহত লুৎফর রহমান নেলভেলু তাঁর নির্বাচনী প্রচারের কর্মী।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার বলেন, ‘আমি রাতে দোকান বন্ধ করে বাড়ি গিয়ে খাওয়া শেষ করে শুয়েছি মাত্র, তখনই শুনি চিল্লাচিল্লি। বাড়ি থেকে বের হয়ে দেখি অনেক লোকজন। নৌকা মার্কা ও লাঙ্গল মার্কার লোক। সবার হাতে লাঠি। একটু পর পুলিশ আসে। কিন্তু কে কোন দিকে পালাইছে বলে পুলিশ কাকো ধরতে পাড়ে নাই। পরে শুনলাম নৌকা মার্কার লোকজন আর লাঙ্গলে মারামারি হইছে। নৌকা মার্কার ক্লাবের সামনে নৌকা টাঙ্গানো ছিল। তা এখন ভাঙা। লাঙ্গল মার্কার ক্লাবের সামনে বড় একটা লাঙ্গল ছিল, সেটাও নাই। দুইটা ক্লাব বন্ধ বর্তমানে।’
নোহালী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ টিটুল বলেন, ‘কচুয়া সর্দারপাড়া এতিমখানা মোড়ে আমার নির্বাচনী অফিস অবস্থিত। জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আশরাফ আলী ও তাঁর লোকেরা শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এই অফিস ভাঙচুর করে। সে সময় তাঁরা আমার নির্বাচনী অফিসের আসবাবপত্র ও প্রতীক ভাঙচুর করেছে।’
অপরদিকে আশরাফ আলী বলেন, ‘আবুল কালাম আজাদ ও তাঁর লোকজন শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এসে অতর্কিতে আমার নির্বাচনী অফিসে হামলা চালায়। এ সময় আমার কর্মীরা বাধা দিলে তাঁদেরও বেদম মারপিট করা হয়। এতে একজন কর্মী গুরুতর আহত হলে তাঁকে রাতেই চিকিৎসার জন্য গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হামলাকারীরা আমার নির্বাচনী অফিস, একটি টিভি ও প্রতীক ভাঙচুর করেছে।’
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা (গঙ্গাচড়া উপজেলা সমবায় কর্মকর্তা) আবতাবুজ্জামান জানান, ঘটনার পরপরই উভয় প্রার্থী ফোন করে তাঁর কাছে অভিযোগ করেন। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, ‘উভয় পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ওসি আরও জানান, গঙ্গাচড়ায় নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
১১ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
১১ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১১ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫