কোম্পানীগঞ্জ প্রতিনিধি
পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম গতকাল শুক্রবার কোম্পানীগঞ্জের সাদা পাথর পর্যটনকেন্দ্রে যাচ্ছিলেন। ধলাই নদের পানি কম থাকায় তাঁকে বহনকারী নৌকাটি মাঝপথে আটকে যায়। পরে পর্যটন ঘাটের ইজারাদারের নিয়োজিত লোকজন ঠেলে ঠেলে নৌকাটি সাদা পাথর কেন্দ্রে নিয়ে যান।
উপমন্ত্রীর সঙ্গে এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল প্রমুখ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধলাই নদের ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাট থেকে সাদা পাথর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় নদের গভীরতা কমে গেছে। ওই এলাকায় মাঝি ও যাত্রীদের পানিতে নেমে ঠেলে নৌকা পার করতে হয়। দুই মাস ধরে এই সংকট চলছে। কিন্তু এই সমস্যা নিরসনে স্থানীয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গত ১১ ডিসেম্বর কোম্পানীগঞ্জ সফরে এলে বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে জানানো হয়। মন্ত্রী তখন এ সংকট সমাধানের উদ্যোগ নিতে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেন। এরপরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
সরেজমিনে দেখা গেছে, ধলাই নদের বিশাল এলাকাজুড়ে জেগে উঠেছে চর। নদের প্রশস্ততা কমে যাওয়ায় পরিবর্তন হয়েছে নৌ চলাচলের পথ। বেড়েছে নৌপথের দূরত্ব। পর্যটকবাহী নৌকাগুলো ডুবো চরে আটকে যাচ্ছে।
বোটচালক আতাউর রহমান, লায়েক ও জামাল বলেন, পানি কমে যাওয়ায় মাটিতে লেগে নৌকার পাখা ভেঙে যায়। পরে পানিতে নেমে ঠেলে নৌকা পার করতে হয়।
ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাটের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সুমন আহমদ বলেন, ‘নৌ যোগাযোগ ব্যাহত হওয়ার কথা কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কয়েক বছর ধরে আমাদের ব্যবসা চলমান রাখার স্বার্থে নিজেরাই ড্রেজিং করেছি। কিন্তু এ বছর বিজিবি আপত্তি জানালে ড্রেজিং বন্ধ হয়ে যায়।’
সিলেট জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন বলেন, পরিকল্পিত উপায়ে ধলাই নদের উৎসমুখ খনন করা দরকার। তাতে পর্যটকদের পাশাপাশি স্থানীয় লোকজনও উপকৃত হবে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে।
পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম গতকাল শুক্রবার কোম্পানীগঞ্জের সাদা পাথর পর্যটনকেন্দ্রে যাচ্ছিলেন। ধলাই নদের পানি কম থাকায় তাঁকে বহনকারী নৌকাটি মাঝপথে আটকে যায়। পরে পর্যটন ঘাটের ইজারাদারের নিয়োজিত লোকজন ঠেলে ঠেলে নৌকাটি সাদা পাথর কেন্দ্রে নিয়ে যান।
উপমন্ত্রীর সঙ্গে এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল প্রমুখ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধলাই নদের ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাট থেকে সাদা পাথর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় নদের গভীরতা কমে গেছে। ওই এলাকায় মাঝি ও যাত্রীদের পানিতে নেমে ঠেলে নৌকা পার করতে হয়। দুই মাস ধরে এই সংকট চলছে। কিন্তু এই সমস্যা নিরসনে স্থানীয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গত ১১ ডিসেম্বর কোম্পানীগঞ্জ সফরে এলে বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে জানানো হয়। মন্ত্রী তখন এ সংকট সমাধানের উদ্যোগ নিতে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেন। এরপরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
সরেজমিনে দেখা গেছে, ধলাই নদের বিশাল এলাকাজুড়ে জেগে উঠেছে চর। নদের প্রশস্ততা কমে যাওয়ায় পরিবর্তন হয়েছে নৌ চলাচলের পথ। বেড়েছে নৌপথের দূরত্ব। পর্যটকবাহী নৌকাগুলো ডুবো চরে আটকে যাচ্ছে।
বোটচালক আতাউর রহমান, লায়েক ও জামাল বলেন, পানি কমে যাওয়ায় মাটিতে লেগে নৌকার পাখা ভেঙে যায়। পরে পানিতে নেমে ঠেলে নৌকা পার করতে হয়।
ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাটের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সুমন আহমদ বলেন, ‘নৌ যোগাযোগ ব্যাহত হওয়ার কথা কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কয়েক বছর ধরে আমাদের ব্যবসা চলমান রাখার স্বার্থে নিজেরাই ড্রেজিং করেছি। কিন্তু এ বছর বিজিবি আপত্তি জানালে ড্রেজিং বন্ধ হয়ে যায়।’
সিলেট জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন বলেন, পরিকল্পিত উপায়ে ধলাই নদের উৎসমুখ খনন করা দরকার। তাতে পর্যটকদের পাশাপাশি স্থানীয় লোকজনও উপকৃত হবে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৯ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪