Ajker Patrika

নতুন সিনেমায় পান্না কায়সারের চরিত্রে মিম

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৩: ৩৭
নতুন সিনেমায় পান্না কায়সারের চরিত্রে মিম

পান্না কায়সার একজন লেখক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের এক সোনালি সন্ধ্যায় প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক শহীদুল্লা কায়সারের সঙ্গে সংসার শুরু করেন তিনি। তবে তাঁদের সুখের সংসার বেশি দিন স্থায়ী হয়নি। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আলবদর বাহিনী শহীদুল্লা কায়সারকে ধরে নিয়ে যায়। তিনি আর ফিরে আসেননি।

এরপর মেয়ে শমী ও ছেলে অমিতাভকে নিয়ে শুরু হয় পান্না কায়সারের অন্য রকম যুদ্ধ। পেশা হিসেবে বেছে নেন অধ্যাপনা। স্বামীর জীবনাদর্শে উজ্জীবিত হয়ে পরবর্তী সময়ে লেখালেখি শুরু করেন তিনি। আত্মজীবনীমূলক গ্রন্থ ‘মুক্তিযুদ্ধ: আগে ও পরে’ বইয়ে পান্না কায়সার তুলে এনেছেন তাঁর জীবনসংগ্রাম, মুক্তিযুদ্ধের দিনগুলো, সর্বোপরি শহীদুল্লা কায়সারের জীবনের বিভিন্ন দিক।

পান্না কায়সারের লেখা ‘মুক্তিযুদ্ধ: আগে ও পরে’ অবলম্বনে এবার তৈরি হচ্ছে সিনেমা। ‘দিগন্তে ফুলের আগুন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। এতে পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। শহীদুল্লা কায়সার চরিত্রে মোস্তফা মনওয়ার। গতকাল থেকে শুরু হয়েছে শুটিং। অভিনেত্রী গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে জানিয়েছেন নতুন এ সিনেমার খবর।

সিনেমার ক্ল্যাপস্টিক হাতে মিমছবিতে মিমের হাতে দেখা গেছে ক্ল্যাপস্টিক। তাতে লেখা আছে সিনেমার নাম, পরিচালক ও চিত্রগ্রাহকের নাম এবং শুটিং শুরুর দিনক্ষণ। মিম জানিয়েছেন, ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমাটি তৈরি হচ্ছে শহীদুল্লা কায়সার-পান্না কায়সার দম্পতির মেয়ে অভিনেত্রী শমী কায়সারের প্রযোজনা প্রতিষ্ঠান ধানসিঁড়ি প্রোডাকশন থেকে।

এমন একটি ঐতিহাসিক গল্প ও চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মিম। গতকাল তিনি বলেন, ‘পান্না কায়সারের লাইফ নিয়ে ছবিটা হচ্ছে। এখানে আমি পান্না কায়সার চরিত্রে অভিনয় করছি। তাঁর পড়াশোনা থেকে শুরু করে প্রেম-ভালোবাসা, শহীদুল্লা কায়সারের সঙ্গে সংসার—সব মিলিয়ে তাঁর জীবনের গল্প উঠে আসবে এতে। এমন একটি চরিত্রে অভিনয় করতে পারা আমার জন্য নিঃসন্দেহে বড় সুযোগ।’ সরকারি অনুদানের ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমাটি এ বছরই মুক্তির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত