Ajker Patrika

বরগুনায় মাদ্রাসাছাত্রের বিরুদ্ধে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

বরগুনা প্রতিনিধি
আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১০: ৩৪
বরগুনায় মাদ্রাসাছাত্রের বিরুদ্ধে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

বরগুনায় মাদ্রাসাছাত্রের বিরুদ্ধে পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গত বুধবার রাত ১০টার দিকে শিশুটিকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন-দুপুরে সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ, দূর সম্পর্কের এক চাচাতো ভাই শিশুটিকে বাড়ির পেছনের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালিয়েছে।

এ বিষয়ে শিশুটির মা বলেন, ‘বুধবার দুপুরে আমি চিকিৎসার জন্য স্থানীয় বাজারে গিয়েছিলাম। এ সময় আমার মেয়ে বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী মাদ্রাসাছাত্র শিশুটিকে বাড়ির পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টা করে। পরে বিষয়টি কাউকে না বলার জন্য আমার মেয়েকে হত্যার হুমকি দেয় সে।’

শিশুটির মা আরও বলেন, ‘ওই দিন ইফতারের পর আমার মেয়ের প্রস্রাব করতে গিয়ে কষ্ট হতে দেখে জিজ্ঞাসা করলে আমাকে পুরো ঘটনা খুলে বলে। এরপর স্বজনদের সহায়তায় রাত ১০টার দিকে তাকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।’

শিশুটির বাবা বলেন, ‘বিষয়টি জানার পর আমার মেয়েকে হাসপাতালে নিয়ে আসি। এ সময় মাদ্রাসাছাত্রের চাচারা হুমকি দেয় যে, আমার মেয়ে এ কথা কাউকে জানালে তাকে কুচিকুচি করে কেটে ফেলা হবে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ বলেন, ‘খবর পেয়ে আমি হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখে এসেছি। চিকিৎসকের দেওয়া তথ্যমতে, শিশুটিকে ধর্ষণ চেষ্টা করা হয়েছে। তার সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত