Ajker Patrika

‘গুলি ছুড়তে বাধ্য করবেন না’

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১০: ১৬
‘গুলি ছুড়তে বাধ্য করবেন না’

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, ‘আমাদের গুলি ছুড়তে বাধ্য করবেন না। আড়াইহাজারে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোনো প্রকার অনিয়ম বরদাশত করা হবে না। ব্যালট পেপার সকালে কেন্দ্রে পাঠানো হবে। সব ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন।’

গতকাল আড়াইহাজার উপজেলার এস এম মাযহারুল হক মিলনায়তনে প্রার্থীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মোস্তাইন বিল্লাহ।

সভায় পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, ‘নির্বাচনে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন। কোনো অনিয়ম করতে দেওয়া হবে না। কেউ অনিয়ম করলে ছাড় পাবেন না। তাঁকে জেলখানায় বসে নির্বাচন করতে হবে।’

অনুষ্ঠানে আড়াইহাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান, সহকারী পুলিশ সুপার আবির হোসেন, আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান। এতে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা অংশ নেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ২৬ ডিসেম্বর আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত