Ajker Patrika

প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৫ জুন ২০২২, ১২: ২২
প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’র প্রতিবাদে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী এসব মিছিল, সভা ও শোভাযাত্রা করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো। প্রতিনিধিদের পাঠানো খবর:

টাঙ্গাইল: এ উপলক্ষে বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুকের নেতৃত্বে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর উদ্যানে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), সহসভাপতি ও সংসদ সদস্য ছানোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ও আনিছুর রহমান আনিছ, সিনিয়র যুগ্ম সাধারণ খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আনছারী, সাংগঠনিক সম্পাদক, জামিলুর রহমান মিরন, সুভাষ চন্দ্র সাহা ও সাইফুজ্জামান সোহেল প্রমুখ।

সখীপুর: বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগ। গতকাল বিকেলে উপজেলা আওয়ামী লীগ এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এর আগে দুপুরে যুবলীগের পক্ষ থেকেও বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুখতার ফোয়ারা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান দুলাল, অধ্যাপক নজরুল ইসলাম খান প্রমুখ বক্তব্য দেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দারসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী মিছিলে অংশ নেন।

মির্জাপুর: মির্জাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। গতকাল বেলা ১১টার দিকে মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান ফটক প্রদক্ষিণ শেষে পুরোনো বাসস্ট্যান্ডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। এ সময় প্রতিবাদ সমাবেশে টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ অংশ নেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মনি, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ।

গোপালপুর: গোপালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো। গতকাল বিকেলে উপজেলা কার্যালয়ের সামনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত