Ajker Patrika

গৃহবধূকে ধর্ষণের কথা স্বীকার করেছেন ফুয়াদ

নোয়াখালী ও চাটখিল প্রতিনিধি
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ১৪
গৃহবধূকে ধর্ষণের কথা স্বীকার করেছেন ফুয়াদ

নোয়াখালীর চাটখিলে চাকরির প্রলোভন দেখিয়ে গৃহবধূকে (২৩) মারধর, ধর্ষণ ও ভিডিওচিত্র ধারণের ঘটনায় করা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা ফুয়াদ আল মতিনকে (৩৮) ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে আসামি যুবলীগ নেতা ফুয়াদ ওই নারীকে অফিসে ডেকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। তাঁদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি করেন তিনি।

গতকাল মঙ্গলবার দুপুরে নোয়াখালী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান পিবিআইয়ের কুমিল্লা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

এর আগে গতকাল সকালে চাটখিল থানা থেকে ভুক্তভোগীর করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনসহ ৮ (১) নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়। মামলাটি তদন্ত করছেন জেলা পিবিআই ইন্সপেক্টর সিরাজুল মোস্তফা।

জেলা পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পিবিআই কুমিল্লার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি জানান, ধর্ষণ ও ভিডিওচিত্র ধারণের ঘটনায় দুজনকে আসামি করে নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে মামলা করেন। গত সোমবার বিকেলে মামলার প্রধান আসামি ফুয়াদ আল মতিনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই হোটেলে নিজের নাম মাসুদ রানা ও বাবার নাম একরামুল হক ব্যবহার করে অবস্থান করছিলেন। ছদ্মনাম ধারণ করে ভারতে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার আবেদন ও ভুক্তভোগী নারীর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে পাঠানো হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ফুয়াদ গৃহবধূকে জোর করে ধর্ষণের কথা স্বীকার করেছেন।

পিবিআইয়ের মো. মিজানুর রহমান বলেন, ‘কারও সঙ্গে সম্পর্ক গড়তে আমাদের সমাজের নারী বা তরুণীদের আরও সচেতন হতে হবে। এ নারী প্রলোভনে পড়ে অনিরাপদ স্থানে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন। বিষয়টি তদন্ত শেষে আদালতে উপস্থাপন করা হবে।’

গতকাল সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে ওই নারীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরে দুপুরে তিনি আদালতে জবানবন্দি দেন।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি নোয়াখালীর চাটখিলের স্থানীয় পাল্লা বাজারে ব্যক্তিগত অফিসে ওই নারীকে নেশাদ্রব্য খাইয়ে ধর্ষণ করেন যুবলীগ নেতা ফুয়াদ আল মতিন। প্রথমে তাঁকে চড়থাপ্পড় ও পরে ধর্ষণ করার সময় তা মোবাইল ফোনে ধারণ করে ফুয়াদের এক সহযোগী। ফুয়াদ আল মতিন চাটখিলের পাঁচগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবু তারাব গ্রামের অধ্যাপক আবদুল মতিনের ছেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত