Ajker Patrika

বাইসাইকেল ও বৃত্তির চেক পেল শিক্ষার্থীরা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ৩৬
বাইসাইকেল ও বৃত্তির চেক পেল শিক্ষার্থীরা

নেত্রকোনার দুর্গাপুরে শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল ও ১৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক দেন স্থানীয় সাংসদ মানু মজুমদার। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এমদাদুল হক। সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জি, উপজেলা একাডেমীক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান, প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিভাস সরকার, আওয়ামী লীগ নেতা বিপ্লব মজুমদার, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, সহসভাপতি পাভেল চৌধুরী, আদিবাসী নেতা গিলবার্ট চিসিম প্রমুখ।

স্থানীয় সংসদ মানু মজুমদার বলেন, সমাজে পিছিয়ে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের কথা চিন্তা করেই সরকার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই সহায়তা দিয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের সহযোগিতার কথা বলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত