Ajker Patrika

মেয়েটি ফিরতে চায় মায়ের কাছে

মিরসরাই প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৪: ৪৪
মেয়েটি ফিরতে চায় মায়ের কাছে

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে সৎ মা ও বাবা নির্মম নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে। সে এই নির্যাতন থেকে রক্ষা পেতে চায়। ফিরতে চায় তার গর্ভধারিণীর কাছে।

এসব কথা জানিয়ে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে চিঠি লিখেছে। সহযোগিতা চেয়েছে সে। পরে তাকে দেওয়া হয় নানার জিম্মায়। আইনি প্রক্রিয়া মেনে ফিরিয়ে দেওয়া হবে মায়ের কাছে।

প্রধান শিক্ষকের কাছে লেখা চিঠিতে মেয়েটি জানায়, বাবার দ্বিতীয় সংসারে তার জন্ম। পরে মা-বাবার ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে সে বাবার কাছেই থাকত। কিন্তু বাবা তৃতীয় বিয়ে করেন। শুরু হয় তার ওপর সৎ মায়ের নির্যাতন। বাবাও অত্যাচার করেন। সে লিখেছে, ‘কখনো বালিশ চাপা দিয়ে, কখনো গরম লোহার ছেঁকা দিয়ে, শারীরিক নির্যাতন করেন আমার সৎ মা ও বাবা। আমাকে আত্মহত্যার প্ররোচনায় দেওয়া হয়। দিনদিন নির্যাতনের মাত্রা বাড়ছে। আমি বাঁচতে চাই।’

জোরারগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নেপাল কুমার নাথ বলেন, ‘মেয়েটির অভিযোগের ভিত্তিতে গত সোমবার বেলা একটার দিকে অফিস কক্ষে স্কুল পরিচালনা কমিটির সভাপতি নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, স্থানীয় ইউপি সদস্যসহ শিক্ষকদের উপস্থিতিতে বৈঠক হয়। বৈঠকে এক মাসের জন্য মেয়েটিকে তার নানার বাড়িতে থেকে লেখাপড়া চালিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।’

জোরারগঞ্জ ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ‘ওই ছাত্রীর ওপর নির্মম নির্যাতনের কথা তার মুখে শুনেছি। এটি অত্যন্ত অমানবিক। আপাতত মেয়েটিকে নির্যাতন থেকে রক্ষা করতে তার নানার বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়েছে। সে মায়ের কাছে থাকতে চায়। আইনি প্রক্রিয়া মেনে সে ব্যবস্থা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত