Ajker Patrika

জনসমর্থন দেখাতে প্রকল্পের শ্রমিকদের দিয়ে মানববন্ধন

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ১৫ মে ২০২২, ১২: ৩১
Thumbnail image

যশোরের মনিরামপুরে সরকারি প্রকল্পের কাজ বন্ধ করে শ্রমিকদের দিয়ে নিজের পক্ষে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করিয়েছেন এক ইউপি সদস্য। গতকাল শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ মানববন্ধন করানো হয়।

উপজেলার মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের (ইউপির) ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজব আলী সরকারী প্রকল্পের ৪৪ জন শ্রমিক দিয়ে এ সমাবেশ করান। প্রকল্পের শ্রমিক দিয়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করানোর কথা স্বীকার করেছেন ইউপি সদস্য আজব আলীসহ প্রকল্পের সভাপতি ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সনদ দত্ত।

বিভিন্ন সূত্রে জানা গেছে, আজব আলী টানা দুবার মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের ১ নম্বর (নোয়ালী-ভরতপুর) ওয়ার্ডের ইউপি সদস্য। তাঁর বিভিন্ন অনিয়ম নিয়ে স্থানীয় কয়েকজন গত কদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) নানা মন্তব্য করে আসছেন। ওই মানববন্ধনে নিজের পক্ষে জনসমর্থন দেখাতে প্রকল্পের শ্রমিকদের তিনি অংশ গ্রহণ করান।

শ্রমিকেরা জানান, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড মিলে লক্ষিকান্তপুর গ্রামের রাস্তায় আমরা ৪৪ জন কাজ করছিলাম। শনিবার কাজ চলা অবস্থায় হঠাৎ তিন মেম্বর এক সাথে এসে আমাদের কাজ বন্ধ করিয়ে দেন। এরপর রাস্তায় দাঁড় করিয়ে হাতে ব্যানার ধরিয়ে দেন। শুনেছি, আজব মেম্বরকে নিয়ে এলাকায় কারা কারা কি লিখছে। তাই আমাদের রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। আমরা এর বেশি কিছু জানি না।

ইউপি সদস্য আজব আলী বলেন, ‘এলাকা থেকে আমি মাদক দূর করতে চাচ্ছি। এ জন্য কিছু লোক আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে। এর প্রতিবাদে শনিবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। প্রকল্পের শ্রমিক, পাঁচজন মেম্বর ও এলাকাবাসী মিলে ৩০০-৪০০ জন লোক এতে অংশ নেন।’

মশ্মিমনগর ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের ৪০ দিনের কর্মসূচি প্রকল্পের সভাপতি ইউপি সদস্য সনদ দত্ত বলেন, ‘তিন ওয়ার্ডের শ্রমিকেরা এক সাথে কাজ করে। শনিবার আমার ওয়ার্ডে কাজ চলছিল। যে রাস্তায় কাজ হচ্ছিল সেখানে মানববন্ধন হয়েছে। আমরা কয়েকজন মানববন্ধনের সময় ছিলাম। সাংবাদিকেরা আসায় প্রকল্পের কাজের বিরতির সময় শ্রমিকেরা মানববন্ধনে যোগ দেয়। কয়েক মিনিট পর আমি শ্রমিকদের মাটি কাটার কাজে লাগিয়ে দিই।’

মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হোসেন বলেন, ‘আমি শনিবার কর্মসূচির কাজ দেখতে যেতে পারিনি। শ্রমিকদের দিয়ে মানববন্ধনের বিষয়টি আমি জানি না। যদি শ্রমিকদের দিয়ে আজব আলী মানববন্ধন করিয়ে থাকেন তাহলে তিনি ঠিক করেননি। আমি তাঁকে ডেকে সতর্ক করে দেব।’

উল্লেখ্য, ৪০ দিনের কর্মসূচি কাজের প্রৃকল্পের উপজেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তাঁকে ফোন করা হলে তিনি বলেন, ‘মোবাইলে আমি এ বিষয়ে কোনো কথা বলব না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত