Ajker Patrika

গ্যাসের দাম কমানোর দাবিতে সমাবেশ

বরিশাল প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৩৩
গ্যাসের দাম কমানোর দাবিতে সমাবেশ

এলপি গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ানোর প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণসংহতি আন্দোলন বরিশাল জেলার উদ্যোগে গতকাল শনিবার সকালে নগরীর অশ্বিনীকুমার টাউন হল চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা গণসংহতি আন্দোলনের সদস্য সাকিবুল ইসলাম শাফিনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলার আহ্বায়ক দেওয়ান আবদুর রশীদ নীলু।

সমাবেশে দেওয়ান আবদুর রশীদ নীলু বলেন, ‘সরকার দেশের মানুষের বেঁচে থাকাকে মুশকিল করে দিয়েছে। দফায় দফায় ভোগ্য পণ্যের দাম বাড়ানো হচ্ছে। অবিলম্বে গ্যাস, বিদ্যুৎ ও সারের দাম বাড়ানোর অপতৎপরতা বন্ধ করতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের সদর উপজেলার সদস্যসচিব ইয়াসমিন সুলতানা, জেলা সদস্য রুবিনা ইয়াসমিন, ছাত্র ফেডারেশন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংগঠক জামান কবির, ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সহসভাপতি হাসিব আহমেদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত