আজকের পত্রিকা ডেস্ক
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এতে ভোলা, পিরোজপুর, বরগুনাসহ বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ঘরবাড়ি, পুকুর ও ঘের, ফসলি জমি ও রাস্তাঘাট। এতে ভোগান্তিতে পড়েছেন উপকূলীয় এলাকার মানুষ।
ভারী বৃষ্টিতে বেড়ে গেছে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি। এতে ভোলার বেড়িবাঁধের বাইরের নতুন করে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভোলা সদর উপজেলার অধিকাংশ ব্যবসায়ী দোকানপাট বন্ধ হয়ে গেছে।
জানা যায়, বৃষ্টির পানিতে ভোলা সদর উপজেলা ছাড়াও বোরহানউদ্দিন, দৌলতখান, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার বিভিন্ন নিচু এলাকা তলিয়ে রয়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চরাঞ্চলে বসবাসরত বেড়িবাঁধ এলাকার বাসিন্দারা। এতে পানিবন্দি অবস্থায় রয়েছে প্রায় ৩০ হাজার মানুষ। চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের বাসিন্দা ও ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম বলেন, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে চরফ্যাশন উপজেলার বেড়িবাঁধের বাইরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বহু মানুষ পানিবন্দি রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড ভোলার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, পূর্ণিমায় সৃষ্ট জোয়ারের প্রভাবে ও কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে বাঁধের বাইরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। তবে, এতে বাঁধের কোনো ক্ষতি হয়নি।
টানা বৃষ্টিতে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার সাইদখালী, কালাইয়া, চরখালী, মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া, মাঝেরচর, বেতমোড়, ভান্ডারিয়া উপজেলার তেলীখালী, চরখালী এবং সদর উপজেলার শারিকতলা এলাকায় এক থেকে দেড় ফুট পানি বৃদ্ধি পেয়েছে। টানা বৃষ্টি ও জোয়ারের পানি বৃদ্ধির ফলে আমন ধানের ওপর কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা করছেন কৃষক।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. নজরুল ইসলাম জানান, জেলায় ৬৮ হাজার হেক্টর জমিতে আমনের চাষ করা হয়েছে। তবে জোয়ারের পানি
বৃদ্ধির ফলে চারা গাছ তলিয়ে গেলেও ক্ষতি হবে না। কারণ জোয়ারের পানি নেমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
ঝালকাঠির বিষখালী নদীতে দেখা দিয়েছে ভাঙন। রশি ছিঁড়ে নদীর মধ্যে চলে গেছে পল্টুন। ঝালকাঠি জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত পাওয়া তথ্য মতে সুগন্ধা ও বিষখালী নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা বরগুনায় টানা বর্ষণ ও উচ্চ জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। জেলার ৬টি উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের খেত, ভেসে গেছে মাছের ঘের।
বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, নিম্ন আয়ের মানুষদের জীবিকায় কষ্ট হলে তাঁদের যথাসাধ্য সহায়তা করবে জেলা প্রশাসন।
লঘুচাপের প্রভাবে উত্তাল রয়েছে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। পায়রাসহ সব বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এতে ভোলা, পিরোজপুর, বরগুনাসহ বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ঘরবাড়ি, পুকুর ও ঘের, ফসলি জমি ও রাস্তাঘাট। এতে ভোগান্তিতে পড়েছেন উপকূলীয় এলাকার মানুষ।
ভারী বৃষ্টিতে বেড়ে গেছে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি। এতে ভোলার বেড়িবাঁধের বাইরের নতুন করে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভোলা সদর উপজেলার অধিকাংশ ব্যবসায়ী দোকানপাট বন্ধ হয়ে গেছে।
জানা যায়, বৃষ্টির পানিতে ভোলা সদর উপজেলা ছাড়াও বোরহানউদ্দিন, দৌলতখান, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার বিভিন্ন নিচু এলাকা তলিয়ে রয়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চরাঞ্চলে বসবাসরত বেড়িবাঁধ এলাকার বাসিন্দারা। এতে পানিবন্দি অবস্থায় রয়েছে প্রায় ৩০ হাজার মানুষ। চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের বাসিন্দা ও ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম বলেন, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে চরফ্যাশন উপজেলার বেড়িবাঁধের বাইরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বহু মানুষ পানিবন্দি রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড ভোলার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, পূর্ণিমায় সৃষ্ট জোয়ারের প্রভাবে ও কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে বাঁধের বাইরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। তবে, এতে বাঁধের কোনো ক্ষতি হয়নি।
টানা বৃষ্টিতে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার সাইদখালী, কালাইয়া, চরখালী, মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া, মাঝেরচর, বেতমোড়, ভান্ডারিয়া উপজেলার তেলীখালী, চরখালী এবং সদর উপজেলার শারিকতলা এলাকায় এক থেকে দেড় ফুট পানি বৃদ্ধি পেয়েছে। টানা বৃষ্টি ও জোয়ারের পানি বৃদ্ধির ফলে আমন ধানের ওপর কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা করছেন কৃষক।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. নজরুল ইসলাম জানান, জেলায় ৬৮ হাজার হেক্টর জমিতে আমনের চাষ করা হয়েছে। তবে জোয়ারের পানি
বৃদ্ধির ফলে চারা গাছ তলিয়ে গেলেও ক্ষতি হবে না। কারণ জোয়ারের পানি নেমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
ঝালকাঠির বিষখালী নদীতে দেখা দিয়েছে ভাঙন। রশি ছিঁড়ে নদীর মধ্যে চলে গেছে পল্টুন। ঝালকাঠি জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত পাওয়া তথ্য মতে সুগন্ধা ও বিষখালী নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা বরগুনায় টানা বর্ষণ ও উচ্চ জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। জেলার ৬টি উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের খেত, ভেসে গেছে মাছের ঘের।
বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, নিম্ন আয়ের মানুষদের জীবিকায় কষ্ট হলে তাঁদের যথাসাধ্য সহায়তা করবে জেলা প্রশাসন।
লঘুচাপের প্রভাবে উত্তাল রয়েছে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। পায়রাসহ সব বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫