মির্জাপুর প্রতিনিধি
বিদ্যালয়ের প্রধান ফটকে সংক্ষিপ্ত নাম লেখায় বোঝা যাচ্ছিল না প্রতিষ্ঠাতার পরিচয়। নানামুখী সমালোচনার মুখে প্রায় ৩০ বছর পর সম্প্রতি সংশোধন করে লেখা হয়েছে প্রতিষ্ঠাতার পূর্ণ নাম। উপজেলার প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান ‘মির্জাপুর সদয় কৃষ্ণ পাইলট উচ্চবিদ্যালয়’-এ এমন ঘটনা ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯১৫ সালে প্রায় চার একর জমির ওপর নিজ নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন মির্জাপুর গ্রামের ধনাঢ্য ব্যক্তি সদয় কৃষ্ণ পোদ্দার। সেই থেকে ওই নামেই বিদ্যালয়টি চলে আসছিল। এর প্রায় আট দশক পর ১৯৯২ সালে বিদ্যালয়টির প্রধান ফটকে সদয় কৃষ্ণ নামের পরিবর্তে ‘এস কে উচ্চবিদ্যালয়’ লেখা হয়। এর পর থেকে কাগজপত্রসহ সব ক্ষেত্রে এস কে পাইলট উচ্চ বিদ্যালয় লেখা হয়ে আসছে। কিন্তু কেন হঠাৎ ‘সদয় কৃষ্ণ’ থেকে ‘এস কে’ হলো তা কেউ ব্যাখ্যা দিতে পারেননি।
তবে একটি সূত্র জানায়, ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ওই বিদ্যালয়ের মাঠে জনসভায় বিদ্যালয়টি সরকারীকরণের ঘোষণা দেন। সে সময়ে কয়েকজন শিক্ষকের উদ্যোগে কাগজপত্রে বিদ্যালয়টির নাম সংক্ষেপ করে সদয় কৃষ্ণ উচ্চবিদ্যালয়ের পরিবর্তে এস কে উচ্চবিদ্যালয় লেখা হয়। এতে স্থানীয় জনগণ ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
সবার দাবির পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে বিদ্যালয়টির শতবর্ষ উদ্যাপন কমিটির সভাপতি বিপ্লব কুমার বোস ও সম্পাদক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ কর্তৃপক্ষের কাছে বিদ্যালয়টির প্রকৃত নাম ফিরিয়ে আনার দাবি জানান। কিন্তু গত প্রায় ৭ বছরেও সেই দাবি পূরণ হচ্ছিল না। অবশেষে ২০২১ সালের শুরুতে সে সময়ের মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল মালেকের কাছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রধান ফটকে বিদ্যালয়ের লেখা নাম নষ্ট হয়ে যাওয়ায় পুনরায় লেখার অনুমতি চান।
সূত্র জানায়, সেখানে একজন বীর মুক্তিযোদ্ধা ও ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র উপস্থিত ছিলেন। তিনি নির্বাহী কর্মকর্তার কাছে বিদ্যালয়টির নাম পরিবর্তনের ঘটনা তুলে ধরেন। এ সময় ইউএনও বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ফটকে প্রতিষ্ঠাতার পুরো নাম লেখার নির্দেশ দেন। কিন্তু বোর্ডসহ বিভিন্ন জায়গায় পাঠানো কাগজপত্রে নাম পরিবর্তন করা কঠিন হবে বিধায় তিনি প্রধান ফটকে ব্র্যাকেটে প্রতিষ্ঠাতার পুরো নাম লেখার নির্দেশনা দেন। সে অনুযায়ী গত সপ্তাহে প্রধান ফটকে প্রতিষ্ঠাতার নাম ব্র্যাকেটবন্দি করে লেখা হয়।
এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং শতবর্ষ উদ্যাপন কমিটির সভাপতি বিপ্লব কুমার বোস ও সম্পাদক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ জানান, ব্র্যাকেটবন্দী হলেও দীর্ঘদিন পর প্রতিষ্ঠাতার নাম লেখায় তাঁরা সন্তুষ্ট। একই অনুভূতির কথা জানান প্রাক্তন ছাত্র বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক ও দুর্লভ বিশ্বাস।
বিদ্যালয়ের প্রধান ফটকে সংক্ষিপ্ত নাম লেখায় বোঝা যাচ্ছিল না প্রতিষ্ঠাতার পরিচয়। নানামুখী সমালোচনার মুখে প্রায় ৩০ বছর পর সম্প্রতি সংশোধন করে লেখা হয়েছে প্রতিষ্ঠাতার পূর্ণ নাম। উপজেলার প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান ‘মির্জাপুর সদয় কৃষ্ণ পাইলট উচ্চবিদ্যালয়’-এ এমন ঘটনা ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯১৫ সালে প্রায় চার একর জমির ওপর নিজ নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন মির্জাপুর গ্রামের ধনাঢ্য ব্যক্তি সদয় কৃষ্ণ পোদ্দার। সেই থেকে ওই নামেই বিদ্যালয়টি চলে আসছিল। এর প্রায় আট দশক পর ১৯৯২ সালে বিদ্যালয়টির প্রধান ফটকে সদয় কৃষ্ণ নামের পরিবর্তে ‘এস কে উচ্চবিদ্যালয়’ লেখা হয়। এর পর থেকে কাগজপত্রসহ সব ক্ষেত্রে এস কে পাইলট উচ্চ বিদ্যালয় লেখা হয়ে আসছে। কিন্তু কেন হঠাৎ ‘সদয় কৃষ্ণ’ থেকে ‘এস কে’ হলো তা কেউ ব্যাখ্যা দিতে পারেননি।
তবে একটি সূত্র জানায়, ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ওই বিদ্যালয়ের মাঠে জনসভায় বিদ্যালয়টি সরকারীকরণের ঘোষণা দেন। সে সময়ে কয়েকজন শিক্ষকের উদ্যোগে কাগজপত্রে বিদ্যালয়টির নাম সংক্ষেপ করে সদয় কৃষ্ণ উচ্চবিদ্যালয়ের পরিবর্তে এস কে উচ্চবিদ্যালয় লেখা হয়। এতে স্থানীয় জনগণ ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
সবার দাবির পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে বিদ্যালয়টির শতবর্ষ উদ্যাপন কমিটির সভাপতি বিপ্লব কুমার বোস ও সম্পাদক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ কর্তৃপক্ষের কাছে বিদ্যালয়টির প্রকৃত নাম ফিরিয়ে আনার দাবি জানান। কিন্তু গত প্রায় ৭ বছরেও সেই দাবি পূরণ হচ্ছিল না। অবশেষে ২০২১ সালের শুরুতে সে সময়ের মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল মালেকের কাছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রধান ফটকে বিদ্যালয়ের লেখা নাম নষ্ট হয়ে যাওয়ায় পুনরায় লেখার অনুমতি চান।
সূত্র জানায়, সেখানে একজন বীর মুক্তিযোদ্ধা ও ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র উপস্থিত ছিলেন। তিনি নির্বাহী কর্মকর্তার কাছে বিদ্যালয়টির নাম পরিবর্তনের ঘটনা তুলে ধরেন। এ সময় ইউএনও বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ফটকে প্রতিষ্ঠাতার পুরো নাম লেখার নির্দেশ দেন। কিন্তু বোর্ডসহ বিভিন্ন জায়গায় পাঠানো কাগজপত্রে নাম পরিবর্তন করা কঠিন হবে বিধায় তিনি প্রধান ফটকে ব্র্যাকেটে প্রতিষ্ঠাতার পুরো নাম লেখার নির্দেশনা দেন। সে অনুযায়ী গত সপ্তাহে প্রধান ফটকে প্রতিষ্ঠাতার নাম ব্র্যাকেটবন্দি করে লেখা হয়।
এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং শতবর্ষ উদ্যাপন কমিটির সভাপতি বিপ্লব কুমার বোস ও সম্পাদক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ জানান, ব্র্যাকেটবন্দী হলেও দীর্ঘদিন পর প্রতিষ্ঠাতার নাম লেখায় তাঁরা সন্তুষ্ট। একই অনুভূতির কথা জানান প্রাক্তন ছাত্র বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক ও দুর্লভ বিশ্বাস।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪