Ajker Patrika

সম্মাননা পাচ্ছেন মঞ্চনাটকের আট অভিনেত্রী

সম্মাননা পাচ্ছেন মঞ্চনাটকের আট অভিনেত্রী

নাট্যদল কাঁচখেলা রেপার্টরি থিয়েটার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতিবছর আয়োজন করে নাট্যোৎসব। এ উৎসবে সম্মাননা দেওয়া হয় নারী অভিনেত্রীদের। ২০২২ সালে মঞ্চনাটকের চারজন নারী নাট্যকার ও চারজন নির্দেশককে সম্মাননা দেওয়া হয়। পরের বছর মঞ্চনাটকে সামগ্রিকভাবে নারীর মেধার মূল্যায়নে আট বিভাগের আট নারী নাট্য অভিনয়শিল্পীকে সম্মানিত করা হয়।

প্রতিবছরের মতো এ বছরও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কাঁচখেলা রেপার্টরি থিয়েটার আয়োজন করতে যাচ্ছে ‘তীর-কাঁচখেলা নাট্য উৎসব ও নারী নাট্য সম্মাননা ২০২৪’। একক অভিনয়ে প্রতিভার স্বাক্ষর রাখা আট মঞ্চাভিনেত্রীকে সম্মানিত করা হবে এ আয়োজনে।

কাঁচখেলা রেপার্টরি থিয়েটারের প্রধান নির্বাহী অভিনেতা সায়েম সামাদ জানান, ৮ মার্চ সন্ধ্যা ৬টায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এ নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে। ওই দিন সম্মানিত করা হবে আট অভিনেত্রীকে। এ বছর কাঁচখেলা নাট্য সম্মাননা পাচ্ছেন মোমেনা চৌধুরী (শূন্যন রেপার্টরি থিয়েটার), রোজী সিদ্দিকী (ঢাকা থিয়েটার), নাজনীন হাসান চুমকি (দেশ নাটক), জুয়েনা শবনম (স্বপ্নদল), শামসি আরা সায়েকা (পদাতিক নাট্য সংসদ-টিএসসি), হাসিনা সাফিনা বানু উর্মি (সপ্তর্ষি থিয়েটার), সৈয়দা নওশীন ইসলাম দিশা (ব্যতিক্রম নাট্যগোষ্ঠী) ও তনিমা হামিদ (নাট্যচক্র)।

তীর-কাঁচখেলা নাট্য উৎসব ও নারী নাট্য সম্মাননার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী অভিনেত্রীদের হাতে সম্মাননা তুলে দেবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন অভিনেত্রী তারানা হালিম, কথাসাহিত্যিক আফরোজা পারভীন, অভিনেত্রী ফালগুনী হামিদ ও সিটিগ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকী।

৮ মার্চ তিন দিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন করবেন অভিনেত্রী ডলি জহুর। প্রতিদিন সন্ধ্যা ৭টায় মহিলা সমিতি মিলনায়তনে থাকছে মঞ্চনাটকের প্রদর্শনী। ৮ মার্চ হবে থিয়েটার ফ্যাক্টরির নাটক ‘আষাঢ়স্য প্রথম দিবসে’। রচনা মোহন রাকেশ, রূপান্তর অংশুমান ভৌমিক, নির্দেশনা অলোক বসু। ৯ মার্চ প্রাচ্যনাটের ‘আগুনযাত্রা’। রচনা মহেশ দাত্তানি, অনুবাদ শহীদুল মামুন, রূপান্তর ও নির্দেশনা 
আজাদ আবুল কালাম। ১০ মার্চ উৎসবের শেষ দিনে থাকছে অনুস্বরের ‘হার্মাসিস ক্লিওপেট্রা’। রচনা রাহমান চৌধুরী, নির্দেশনা মোহাম্মদ বারী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত