Ajker Patrika

সেই সাথী চলে গেলেন না ফেরার দেশে

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১১: ০১
Thumbnail image

সাবেক স্বামীর ছোড়া পেট্রলের আগুনে ঝলসে যাওয়া মানিকগঞ্জের সাটুরিয়ার পোশাকশ্রমিক সাথী আক্তার অবশেষে চলে গেলেন না ফেরার দেশে। দীর্ঘ ১২ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকার পর গত বুধবার রাতে মারা যান তিনি।

এর আগে গত ২৮ জানুয়ারি মধ্যরাতে উপজেলার ধানকোড়া ফেরাজীপাড়ার নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় সাথীর ওপর পেট্রল ছুড়ে আগুন ধরিয়ে দেন তাঁর স্বামী নাঈম। সাথীকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

সাথীকে হত্যাচেষ্টায় তাঁর মামা লাল মিয়া গত ২৯ জানুয়ারি সাটুরিয়া থানায় মামলা করেন। পরে ১ ফেব্রুয়ারি মামলার আসামি নাঈমকে মানিকগঞ্জ সদরের গড়পাড়া থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে র‍্যাব-৪। পরের দিন পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সাটুরিয়া থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘এ ঘটনায় করা মামলার আসামি নাঈমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাঁকে কারাগারে পাঠিয়েছেন আদালত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত