Ajker Patrika

‘সুস্থ জীবনের জন্য প্রয়োজন নিরাপদ খাদ্য’

কাউনিয়া প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৩: ১৭
‘সুস্থ জীবনের জন্য প্রয়োজন নিরাপদ খাদ্য’

কাউনিয়া উপজেলা পুষ্টি পরিকল্পনাবিষয়ক কমিটির কর্মশালায় বক্তারা বলেছেন, সুস্থ জীবন ও শরীরের জন্য সবার প্রয়োজন নিরাপদ খাদ্য। এ ছাড়া সবাইকে ভেজাল খাদ্য পরিহার করতে হবে। গতকাল বুধবার পর্যটন হোটেলের হলরুমে দুই দিনব্যাপী এই কর্মশালা শুরু হয়।

অনুষ্ঠানে উপজেলা পুষ্টি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা তারিন বলেন, ‘আমরা নানাভাবে ভেজাল খাবার গ্রহণ করছি। পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যায় ভুগছি। সুস্থ জীবনের জন্য নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের মূল উদ্দেশ্য।’

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রংপুরের উপপরিচালক মো. সাইদুল ইসলাম জানান, গর্ভবর্তী নারীদের নিরাপদ সন্তান প্রসবে পুষ্টিযুক্ত খাবার খুবই প্রয়োজন। কিন্তু মাঠ পর্যায়ে অনেক নারী পুষ্টিযুক্ত খাবার পান না।

কর্মশালায় কৃষি অধিদপ্তরের রংপুর খামারবাড়ির উপপরিচালক শামীমুর রহমান বলেন, ‘কৃষি খাতের স্বপ্ন অল্প সময়ের মধ্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করার পথে অনেক দূর এগিয়েছে। তবে এখনো কিছু সমস্যা রয়েছে। খুব দ্রুত সমস্যাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে।’

কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন হিরম্ব কুমার রায়, জেলা শিক্ষা কর্মকর্তা রোকসানা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর হোসেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজার রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত