Ajker Patrika

সুবর্ণচরে ১২ শিশুসহ ২৫ রোহিঙ্গা আটক

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৪: ৪০
সুবর্ণচরে ১২ শিশুসহ ২৫ রোহিঙ্গা আটক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে কক্সবাজার যাওয়ার পথে ১২ শিশু, আট নারীসহ ২৫ রোহিঙ্গা আটক করেছে নোয়াখালীর সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা। পালিয়ে আসা রোহিঙ্গারা ভাসানচরের একাধিক ক্লাস্টারের বাসিন্দা।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন বোয়ালখালী ঘাট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, রশিদ উল্যাহ (২৫), আনোয়ারা (২২), মো. আমিন (৩), মো. সৈয়দ আমিন (১০ মাস), সেফায়েত উল্যাহ (৩০), হাসিনা বেগম (২৬), মো. নয়ন (১২), জান্নাতুল ফেরদৌস (৮), সুমাইয়া (৫), নূর মোহাম্মদ (২০), খালেদা (১৮), মো. ইলিয়াছ (৬ মাস), মো. জোবায়ের (২০), ফাতেমা (১৯), ছাদিয়া (৪), মো. জাবেদ (১), একরাম উল্যাহ (৩০), ফাতেমা (২৫), রহমত (৪), আসমা (২), আশেয়া বেগম (২৫), পারভিন আক্তার (৯), মো. হাসান (৪), উম্মে কুলসুম (২০), ফাতেমা খাতুন (৫০)।

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃতদের মধ্যে ১২ জন শিশু ও আটজন নারী রয়েছে। কোস্টগার্ডের মাধ্যমে আজই (গতকাল) তাদের ভাসানচরের ক্যাম্পের উদ্দেশে পাঠানো হবে।

এস এম মিজানুর রহমান আরও জানান, বৃহস্পতিবার ভোরে রোহিঙ্গা ক্যাম্পের দালালের সহযোগিতায় ২৫ রোহিঙ্গা ভাসানচর ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রাম ও কক্সবাজারে যাওয়ার পথে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এলাকায় দালাল ও নৌকার মাঝিরা রেখে পালিয়ে যায়। দুপুরে স্থানীয়রা রোহিঙ্গাদের দেখতে পেয়ে পুলিশকে জানায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত