Ajker Patrika

জমে উঠেছে ভোটের প্রচার

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৩
জমে উঠেছে ভোটের প্রচার

কিশোরগঞ্জের অষ্টগ্রামে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৮ ইউপিতে দলীয় প্রতীক ছাড়া ভোটগ্রহণ হবে আগামী ৫ জানুয়ারি।

তফসিল অনুযায়ী গত সোমবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এরপর প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় নেমেছেন। পোস্টার ব্যানারে ছেয়ে গেছে বিভিন্ন এলাকার হাট-বাজার ও সড়ক। সড়কে চলছে মাইকে মাইকে প্রচার। সব মিলিয়ে জমে উঠেছে নির্বাচনের প্রচার। প্রার্থীরা বলছেন, নির্বাচন দলীয় ব্যানারে না হওয়ায়, নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা বেশি।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৮টি ইউপিতে চেয়ারম্যান পদে ৩৯,২৩ টি সংরক্ষিত নারী আসনে ৭৫ এবং ৭১টি সাধারণ সদস্য পদে ২৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে ১ জন সদস্য ও ১ জন সংরক্ষিত সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আরও জানা যায়, দেওঘর ইউপিতে চেয়ারম্যান পদে ১০, সংরক্ষিত নারী আসনে ১৪, সাধারণ সদস্য পদে ৪৭ জন লড়ছেন। কাস্তুলে চেয়ারম্যান পদে ৬, সংরক্ষিত নারী আসনে ৯, সাধারণ সদস্য পদে ২৯ জন লড়ছেন। অষ্টগ্রামে চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত নারী আসনে ৮, সাধারণ সদস্য পদে ৩২ জন লড়ছেন। বাঙ্গালপাড়ায় চেয়ারম্যান পদে ২, সংরক্ষিত নারী আসনে ৮, সাধারণ সদস্য পদে ২৭ জন রয়েছেন। কলমায় চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত নারী আসনে ৭, সাধারণ সদস্য পদে ২১ জন। আদমপুরে চেয়ারম্যান পদে ৫, সংরক্ষিত নারী আসনে ১১, সাধারণ সদস্য পদে ২৭ জন লড়ছেন। খয়েরপুর-আব্দুল্লাপুরে চেয়ারম্যান পদে ৫, সংরক্ষিত নারী আসনে ৮, সাধারণ সদস্য পদে ৩১ জন লড়ছেন। পূর্ব অষ্টগ্রামে চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত নারী আসন পদে ১০, সাধারণ সদস্য পদে ৩২ জন প্রার্থী লড়ছেন।

পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ভোটার মো. সারোয়ার ঠাকুর বলেন, ‘আমরা এমন একজন চেয়ারম্যান চাই, যিনি সাধারণ মানুষের নাগরিক অধিকার বাস্তবায়ন করবেন। ইউনিয়নের সব প্রকল্প ব্যয় উন্মুক্ত ও জবাবদিহি মূলক পরিষদ গঠন করবেন।’

অটোরিকশাচালক হাফিজ মিয়া বলেন, এলাকার উন্নয়নে কাজ করবে, রাত-দিন গরিবের পাশে থাকবেন, এমন প্রার্থীকে ভোট দেব।’

নাম প্রকাশ না করার শর্তে একজন ভোটার বলেন, ‘দলীয় ব্যানারে নির্বাচন হবে না। আশা করছি নির্বাচন সুষ্ঠু হবে। আমরা ভোট দিতে পারব।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম ভূঁইয়া বলেন, ‘এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রচারণা চালাতে প্রার্থীদের অনুরোধ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা এখনো চূড়ান্ত হয়নি। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত