Ajker Patrika

এবার আফ্রিকান নেশনস কাপের রাজা কারা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ২৩
এবার আফ্রিকান নেশনস কাপের রাজা কারা

টুর্নামেন্টের অপরাজিত দল নাইজেরিয়া। ফাইনালে ওঠার পথে গোল হজম করেছে মাত্র ২টি। এই তথ্যই বলে দেয়, টুর্নামেন্টে ফেবারিট কারা। অন্যদিকে ফাইনালে তাদের প্রতিপক্ষ স্বাগতিক আইভরি কোস্ট হেরেছে ২টি। যার একটি আবার নাইজেরিয়ার বিপক্ষে। অর্জনেও পিছিয়ে আইভরি কোস্ট—আগে দুবার শিরোপা জিতেছে তারা, খেলেছে আরও দুটি ফাইনাল। আর নাইজেরিয়া শিরোপা জিতেছে ৩ বার। ফাইনাল খেলেছে আরও ৪ বার।

কাগজ-কলমে নাইজেরিয়া এগিয়ে থাকলেও আজ সুপার ইগলদের থামিয়ে দিতে পারে আইভরি কোস্ট। ঘরের মাঠে গ্যালারিভর্তি দর্শকদের সমর্থন এ ক্ষেত্রে সহায়ক শক্তি হতে পারে স্বাগতিকদের।

  • নাইজেরিয়া জিতলে ২০০৬ সালের পর প্রথম টুর্নামেন্টে তারা একই দলকে দুবার হারাবে। গ্রুপ পর্বে ১-০ গোলে আইভরি কোস্টকে হারিয়েছিল তারা।
  • ২০০৬ সালে মিসরের পর প্রথম স্বাগতিক হিসেবে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে 
    আইভরি কোস্ট।
  • ফাইনালে ওঠা স্বাগতিক ৬ দলের ৫ দলই শিরোপা জিতেছে। ব্যতিক্রম নাইজেরিয়া, ২০০০ সালে ক্যামেরুনের সঙ্গে তারা ২-২ গোলে ড্র করে টাইব্রেকারে হেরে গিয়েছিল।
  • এই নিয়ে অষ্টমবারের মতো নেশনস কাপের ফাইনাল খেলছে নাইজেরিয়া। তাদের চেয়ে বেশি ফাইনাল খেলেছে কেবল মিসর (৯) 
    ও ঘানা (৯)।
  • এটি পঞ্চম ফাইনাল আইভরি কোস্টের। 
    আগের সব ফাইনালেই তাদের নির্ধারিত সময়ে ফল ছিল ০-০।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত