Ajker Patrika

কুলিয়ারচরে ডাকাত সন্দেহে আটক ৩

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১১: ৫৩
কুলিয়ারচরে ডাকাত সন্দেহে আটক ৩

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ডাকাত সন্দেহে মো. স্বপন মিয়া, মো. রাতুল ও মো. রিয়াজ নামের তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত দেড়টার দিকে ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের দ্বাড়িয়াকান্দি কান্দিগ্রাম কাঠালতলা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে রাম দা, রড ও চাইনিজ ছুরি জব্দ করা হয়। আটক হওয়া তিনজনই কুলিয়ারচর পৌর এলাকার তাতারকান্দি মহল্লার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে কুলিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কান্দিগ্রাম কাঠালতলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দেশীয় ও চাইনিজ অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৮ থেকে ১০ জন পালিয়ে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, আটক তিনজনের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি আইনে মামলা করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে পুলিশের সামনেই চড়, সমালোচনার ঝড়

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

আফগান সিরিজ দিয়ে সাত বছর পর ফিরেছেন জিম্বাবুয়ের ক্রিকেটার

এলাকার খবর
Loading...