Ajker Patrika

পাল্টাপাল্টি হামলার অভিযোগ পরাজিত ও বিজয়ী প্রার্থীর

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১১: ৩৯
পাল্টাপাল্টি হামলার অভিযোগ পরাজিত ও বিজয়ী প্রার্থীর

নোয়াখালী পৌরসভা নির্বাচনে বিজয়ী এক কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে অব্যাহত হামলার অভিযোগ করেছেন পরাজিত প্রার্থী মো. জাকির হোসেন। নির্বাচনের পর থেকেই তিনি হামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

এসব ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ৮ নম্বর ওয়ার্ড থেকে টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে নির্বাচন করা মো. জাকির হোসেন। গতকাল বিকেলে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সোনাপুর লিংক রোড এলাকায় তাঁকে লক্ষ করে একটি ককটেল নিক্ষেপ করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

তবে এই অভিযোগ অস্বীকার করে পাল্টা জাকির হোসেনের বিরুদ্ধে তাঁর ওপর হামলার অভিযোগ করেন বিজয়ী কাউন্সিলর নাসিম উদ্দিন সুনাম।

সংবাদ সম্মেলন জাকির হোসেন অভিযোগ করে বলেন, ‘গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। ভোটে ডালিম প্রতীকের প্রার্থী নাসিম উদ্দিন সুনামের সঙ্গে হেরে যান তিনি। ফলাফল ঘোষণার পর থেকে বিজয়ী প্রার্থী সুনামের লোকজন আমার লোকজনের বাড়ি বাড়ি গিয়ে হামলা ও ভাঙচুর চালায়। তারা আমার নেতা-কর্মীদের বাড়ি ছাড়া করতে নানাভাবে হয়রানি করছে।’

জাকির হোসেন আরও বলেন, ‘গত ১৭ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে কাউন্সিলর সুনাম বাহিনীর ক্যাডার এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী হাফিজ উল্যাহ রবির নেতৃত্বে ৩০-৪০ জন সন্ত্রাসী আমার সোনাপুর ইসলামিয়া মাদ্রাসা এলাকার বাড়িতে হামলা চালায়। এ সময় বসতঘরের দরজা-জানালা ভাঙচুর করার পাশাপাশি ককটেল বিস্ফোরণ করা হয়। পরে বাড়ির সামনে আমার ব্যানার-ফেস্টুন ছিঁড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। সবশেষ আজ (গতকাল) বিকেল ৫টার দিকে সোনাপুর লিংক রোডের সামনে আমার ওপর ককটেল হামলা চালায় তারা। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এসব ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দেব।’

তবে এসব অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করে বিজয়ী কাউন্সিলর নাসিম উদ্দিন সুনাম বলেন, নির্বাচনে হেরে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে জাকির ও তাঁর লোকজন আমার নেতা-কর্মীদের বাড়ি এবং দোকানপাটে হামলা-ভাঙচুর চালাচ্ছে। এসব ঘটনায় আমার চার সমর্থক আহত হয়েছেন। জাকিরের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমার নেতা-কর্মীদের গালমন্দ করা হচ্ছে। এ ছাড়া আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না।’

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গত সোমবার রাতে জাকির হোসেনের বাড়িতে হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। সুনাম কাউন্সিলর ও জাকির হোসেন দুজনই উভয়ের বিরুদ্ধে পাল্টাপাল্টি মৌখিক অভিযোগ করেছেন। তবে আজ (গতকাল) সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত