Ajker Patrika

ডাকাতদের টার্গেট ব্যাংক ও শিল্পকারখানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০৯: ০৩
Thumbnail image

সম্প্রতি রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আন্তজেলা ডাকাত দল সক্রিয় হয়ে উঠেছে। ডাকাত দলের সদস্যরা দিনের বেলায় বিভিন্ন পেশার আড়ালে থাকলেও রাত নামার সঙ্গে সঙ্গে ভয়ংকর হয়ে ওঠেন। তাঁদের টার্গেট স্বর্ণের দোকান, শিল্পকারখানা এবং ব্যাংকে ডাকাতি করা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে এ ডাকাত দলের মূল হোতাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল মঙ্গলবার কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান র‍্যাব-১-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হিটু মিয়া, ফরহাদ আলী, লিটন শেখ, রিপন মৃধা ওরফে জামাই রিপন, স্বপন মিয়া, জাকির ব্যাপারী, জলিল খান, লক্ষ্মণ চন্দ্র দাস, অজিত চন্দ্র সূত্রধর ও ইখতিয়ার হোসেন।

তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, একটি টি শটগান, একটি পাইপগান, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, দুই রাউন্ড কার্তুজসহ দশটি মোবাইল ফোন ও ৩১ হাজার টাকা জব্দ করা হয়।

মোমেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা কাঞ্চন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ডাকাতচক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এই চক্রটি ঢাকা ও নারায়ণগঞ্জ দেশের বিভিন্ন স্থানে স্বর্ণের দোকান, শিল্পকারখানায় ডাকাতি করত। চক্রের সদস্যরা দেশের বিভিন্ন জেলায় বাস করেন। তাঁরা ডাকাতি করার আগে একত্রিত হয়ে ডাকাতির পরিকল্পনা ও সে অনুযায়ী ডাকাতি করেন। চক্রটি ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত ১১টি ডাকাতি করেছে বলে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন। এ চক্রের সদস্যদের নামে ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জসহ বিভিন্ন জেলায় মামলা রয়েছে বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত