Ajker Patrika

পাওনা দাবিতে পাটকল শ্রমিকদের অনশন

খুলনা প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৬: ১১
পাওনা দাবিতে পাটকল শ্রমিকদের অনশন

মহসেন জুট মিল শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত বকেয়া পাওনা চলতি মাসের মধ্যে এককালীন পরিশোধ, ব্যক্তিমালিকানায় পাটকল চালু ও ৬ দফা দাবিতে অনশন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় মহসেন মিলের প্রধান ফটকের সামনে এ অনশন কর্মসূচি পালন করেছে সাধারণ বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন ও মহসেন পাটকলের শ্রমিক-কর্মচারীরা।

বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় অনশন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা তাঁতি লীগের সদস্যসচিব কাজী আজাদুর রহমান হিরোক।

অনশন কর্মসূচিতে শ্রমিক নেতারা বলেন, ‘বকেয়া পরিশোধের ব্যাপারে কোনো টালবাহানা করা হলে ও শ্রমিকদের দাবি পূরণ না করা হলে ২৬ নভেম্বর থেকে শুক্রবার শিরোমণি শহীদ মিনার চত্বরে শ্রমিক জনসভা থেকে রাজপথ, রেলপথ অবরোধসহ কঠিন কর্মসূচির হুঁশিয়ারি দেন।

অনশন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, সহসভাপতি কাবিল হোসেন, নিজামউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন, আমির মুনশি, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মো. আলাউদ্দিন, কেসমত প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত