Ajker Patrika

মৃতের জন্য ইসালে সওয়াব

মুফতি আবু আবদুল্লাহ আহমদ
আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১৫: ৫৫
মৃতের জন্য ইসালে সওয়াব

ইসালে সওয়াব অর্থ সওয়াব পৌঁছানো। কোনো ভালো কাজ করে এর সওয়াব মৃতের জন্য দান করাকে ইসলামের পরিভাষায় ইসালে সওয়াব বলা হয়। এটি একটি সুন্নাহসম্মত পদ্ধতি। এর বৈধতার ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের কারও দ্বিমত নেই। দোয়ার মাধ্যমে যেমন মৃতের কল্যাণকামনা করা যায়, তেমনি দান-সদকার মাধ্যমেও মৃতের মাগফিরাত ও মর্যাদা বৃদ্ধির আশা করা যায়।

আপন-পর জীবিত-মৃত সব মুসলিম ভাইয়ের জন্য দোয়া করা ইসলামের শিক্ষা। তবে প্রিয়জনের মৃত্যুতে তার পরকালীন শান্তি-সাফল্য কামনা করে দোয়া করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কোরআন-হাদিসে মৃতের কল্যাণকামনা করে দোয়া করার অসংখ্য নজির পাওয়া যায়। যেমন হজরত ইবরাহিম (আ.) দোয়া করে বলেন, ‘হে আমার প্রতিপালক, যেদিন হিসাব প্রতিষ্ঠিত হবে, সেদিন আমাকে, আমার বাবা-মা ও সব ইমানদারকে ক্ষমা করুন।’ (সুরা ইবরাহিম: ৪১) এ আয়াতে জীবিত-মৃত সবার জন্য দোয়া করা হয়েছে।

দোয়া মৃতের জন্য কল্যাণকর হওয়ার বড় প্রমাণ হলো জানাজার নামাজ। মহানবী (সা.) বলেন, ‘তোমরা যখন জানাজার নামাজ পড়বে, তখন তার জন্য নিষ্ঠার সঙ্গে দোয়া করবে।’ (আবু দাউদ) অন্য হাদিসে এসেছে, মহানবী (সা.) মৃতের দাফন সম্পাদন করে কবরের পাশে দাঁড়িয়ে বলতেন, ‘তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমাপ্রার্থনা করো এবং সে যেন সুদৃঢ় থাকতে পারে সেই দোয়া করো। কারণ এখনই তাকে জবাবদিহি করা হবে।’ (আবু দাউদ)

হাদিসে বর্ণিত কবর জিয়ারত-সংক্রান্ত বিভিন্ন হাদিস ও দোয়া থেকেও প্রমাণিত হয়, দোয়া মৃতের জন্য কল্যাণ বয়ে আনে। জানাজার নামাজ ও কবর জিয়ারত ছাড়া সাধারণভাবেও নবী (সা.) মৃতের জন্য দোয়া করেছেন।

ইসালে সওয়াবের আরেকটি পদ্ধতি হলো দান-সদকা। জীবিতদের জন্য যেমন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান-সদকা করে সওয়াব আশা করা যায়, তেমনি মৃতের জন্যও দান-সদকা করে তাদের মাগফিরাত কামনা করা যায়। বিভিন্ন হাদিস থেকে তা প্রমাণিত হয়। যেমন আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী (সা.)-কে জিজ্ঞেস করল, ‘আমার বাবা মারা গেছেন এবং ধন-সম্পদ রেখে গেছেন কিন্তু অসিয়ত করে যাননি। আমি যদি তাঁর পক্ষ থেকে সদকা করি, তবে কি তাঁর গুনাহের কাফফারা হবে?’ তিনি জবাব দিলেন, ‘হ্যাঁ।’ (মুসলিম)

লেখক: ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত