Ajker Patrika

ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়িতে আগুন

তালতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৫: ২৩
Thumbnail image

বরগুনার তালতলীতে ফায়ার সার্ভিসের একটি পানিবাহিত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটে ফায়ার সার্ভিস সদস্যদের গুরুত্বপূর্ণ জিনিস পত্রসহ বিছানা-পোশাক পুড়ে গেছে।

গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নবনির্মিত ভবনের নিচে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এ উপজেলায় দীর্ঘ প্রতীক্ষার পরে নির্মিত হয় ফায়ার সার্ভিস স্টেশন। উদ্বোধনের অপেক্ষায় ছিল এ স্টেশনটি। এ জন্যই আজ বুধবার বিকেলে আমতলী থেকে ফায়ার সার্ভিস সদস্যসহ কর্মকর্তারা একটি পানিবাহীসহ তিনটি গাড়ি তালতলীতে রওনা হয়। এই তিনটি গাড়ির ভেতরে পানিবাহিত গাড়িটি ফায়ার সার্ভিস স্টেশনে প্রবেশের মুহূর্তেই আগুন লেগে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কীভাবে আগুন ধরেছে বা কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্তের পর জানা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস।

বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, কি কারণে আগুন লেগেছে ও কি পরিমাণ ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত