Ajker Patrika

শখ তো একটাই

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ মার্চ ২০২২, ১২: ৪৩
Thumbnail image

অনেক দিন পর শুটিং হাউসে পাওয়া গেল আনিকা কবির শখকে। বউ সেজে বসে আছেন। লাল বেনারসি, গয়না আর ভারী মেকআপ। শখের চোখমুখে খুশির ঝিলিক। কারণ সকালে সেটে এসে সবার কাছ থেকে যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন, তাতে তাঁর মন ভরে গেছে। শখ বললেন, ‘বিয়ে, বাচ্চা হওয়া—সবকিছু মিলিয়ে তিন বছর পর আমি ক্যামেরার সামনে আসলাম। এত সুন্দরভাবে ওয়ার্ম ওয়েলকাম পাব, এটা আশা করিনি। এত দিন পর অভিনয়ে ফিরে মনে হচ্ছে সবাই আগের চেয়ে আরও আন্তরিক হয়ে গেছেন। আরও বেশি আপন হয়ে গেছেন।’

যে নাটক দিয়ে তিন বছর পর অভিনয়ে ফিরলেন শখ, সেটির নাম ‘ফাটাফাটি প্রেম’। পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। এ নাটকে শখের নায়ক জাহের আলভী। বুধ ও বৃহস্পতিবার উত্তরায় ‘ফাটাফাটি প্রেম’-এর শুটিংয়ে অংশ নিয়েছেন তাঁরা।

‘ফাটাফাটি প্রেম’ নাটকের শুটিংয়ে শখ ও জাহের আলভীশখ বলেন, ‘নাটকের গল্পটি বেশ মজার। তবে শুধু গল্প নয়, এ নাটক দিয়ে ফেরার কারণ পরিচালকের অনুরোধ। আমরা বহু বছর আগে থেকে দুজন দুজনকে চিনি। সে আমাকে বোন বলে ডাকে। অনেক আগে থেকেই রিপন আমাকে নিয়ে কাজ করার পরিকল্পনা করছিল। কয়েক দিন আগে হুট করে বলল, চলো কাজটি করে ফেলি। গল্পটা পড়ে শোনাল। তারপর সম্মতি দিলাম।’

সব ঠিক থাকলে এ রোজার ঈদে পর্দায় দেখা দেবেন নতুন শখ। তবে এই ‘নতুন’ শব্দে আপত্তি আছে শখের। তিনি সংশোধন করে দিলেন, ‘শখ পুরোনোই থাকবে। কাজগুলো নতুন হবে।’

আনিকা কবির শখঅনেক দিন পর্দায় নেই শখ। এই সময়ে অনেক বদল ঘটে গেছে দেশের নাটকপাড়ায়। অনেক নতুন মুখ এসেছেন। নতুন মাধ্যমও এসেছে। অভিনয়শিল্পীদের মধ্যে বেড়েছে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার কবলে পড়ে অনেক জনপ্রিয় মুখ খানিকটা আড়ালে চলে গেছেন। তবে এসব নিয়ে কোনো দুশ্চিন্তা নেই শখের। নিজের অবস্থান নিয়ে প্রবল আত্মবিশ্বাসী তিনি।

শখ বলেন, ‘আমি সব সময় বিশ্বাস করি, কারও জায়গা কেউ নিতে পারে না। আমি এত দিন কাজ করিনি। অনেক নতুন মুখ এসেছেন। কিন্তু আমার জায়গায় আমিই আছি। শখ তো একটাই! তাঁর জায়গা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সংবিধানে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ রাখার পক্ষে যে যুক্তি দিলেন আলী রীয়াজ

রাজধানীতে নিখোঁজ কিশোরী নওগাঁয়, যা বললেন সঙ্গে থাকা তরুণের বাবা

নবাবি প্রশাসনে হিন্দু আমলারাই সংখ্যাগরিষ্ঠ

আটক ৩ জনকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা শিক্ষার্থীদের

উপদেষ্টা রিজওয়ানার কাছে মাত্র ১৫ মিনিট সময় চেয়ে পাইনি: বিজ্ঞানী আবেদ চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত