Ajker Patrika

পরীক্ষা করলেই অর্ধেক রোগী চার জেলায়

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১১: ৫০
Thumbnail image

করোনাভাইরাসের দুই ধরন ডেল্টা ও ওমিক্রন দাপট দেখাচ্ছে দেশে। এর প্রভাবে হুহু করে বাড়ছে রোগী। পরীক্ষার বিপরীতে দেশজুড়ে রোগী শনাক্তের হার ৩২ শতাংশ ছাড়িয়েছে।

তবে রাজশাহীসহ চার জেলায় রোগী শনাক্তের হার ৫০ শতাংশের বেশি। অর্থাৎ এসব জেলায় যত নমুনা পরীক্ষা হচ্ছে, তার অর্ধেক বা আরও বেশি রোগী শনাক্ত হচ্ছে।

নমুনা পরীক্ষার বিপরীতে ৫০ শতাংশের বেশি রোগী শনাক্ত হওয়া ওই চার জেলা হলো রাজশাহী, যশোর, দিনাজপুর ও গাজীপুর। এর মধ্যে রাজশাহীতে রোগী শনাক্তের হার 
৬০ শতাংশ ছুঁয়েছে। এ ছাড়া পার্বত্য জেলা বান্দরবানে গত শনিবার শনাক্তের হার ৫৬ শতাংশ ছিল। আর পঞ্চগড়ে সেদিন শনাক্তের হার ছিল ৫৩ শতাংশ। এর বাইরে ঢাকা ও রাঙামাটিতেও রোগী শনাক্তের হার ৫০ শতাংশ ছুঁইছুঁই।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রাজশাহী জেলায় গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫৮টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২২৮ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ৬০ দশমিক ৪৯ শতাংশ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে।

এদিকে, যশোরে গতকাল সংক্রমণ শনাক্তের হার ৫০ শতাংশ ছাড়িয়েছে। এই জেলায় মাত্র দুই সপ্তাহের ব্যবধানে সংক্রমণের হার প্রায় ৪০ শতাংশ বেড়েছে। যশোরের সিভিল সার্জনের মুখপাত্র রেহেনেওয়াজ রনি জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় ৩৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ১৯৫ জনের। শনাক্তের হার ৫১ দশমিক ৪৫ শতাংশ। 
দিনাজপুরেও শনাক্তের হার ৫০ শতাংশ ছাড়িয়েছে গতকাল। জেলার সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী আজকের পত্রিকাকে জানান, গত ২৪ ঘণ্টায় এই জেলায় ১৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ৭৫ জনের। শনাক্তের হার ৫০ দশমিক ৩৩ শতাংশ। এ ছাড়া এই জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

গাজীপুরের সিভিল সার্জন কার্যালয় জানায়, এই জেলায় গত ২৪ ঘণ্টায় ২৩৭টি নমুনা পরীক্ষায় ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক তথ্য বলছে, ওই চার জেলার বাইরে বান্দরবান, ঢাকা, পঞ্চগড় ও রাঙামাটির সংক্রমণ পরিস্থিতি অবনতির দিকে। এর মধ্যে বান্দরবানে গত শনিবার শনাক্তের হার ছিল ৫৬ শতাংশ। পঞ্চগড়ে ছিল ৫৩ শতাংশ। এ ছাড়া ঢাকায় ৪০ শতাংশ ও রাঙামাটিতে ৪৪ শতাংশ রোগী শনাক্ত হয়েছে ওই দিন। এর বাইরে বেশ কয়েকটি জেলায় সংক্রমণ শনাক্তের হার ৩০ শতাংশের ওপরে। 

[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন রাজশাহী, যশোর, দিনাজপুর ও গাজীপুর প্রতিনিধি]

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত