মৌসুমের শেষ রাউন্ডে এসে বুন্দেসলিগায় শিরোপা নিষ্পত্তি হয়েছিল কবে? মাথা চুলকেও উত্তর খুঁজে পাচ্ছেন না তো? টাইম মেশিনে চড়ে চলুন একটু ২০১৮-১৯ মৌসুম থেকে ঘুরে আসি। সেবার মৌসুমের শেষ দিনে এসে টানা সপ্তম বুন্দেসলিগা নিশ্চিত করে বায়ার্ন মিউনিখ, দুইয়ে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে থেকে।
কথায় আছে, ‘ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে।’ তার প্রমাণ যেন জার্মান ফুটবলের শীর্ষ লিগের ২০২৩-২৩ মৌসুম। এবারও শিরোপা নিষ্পত্তির জন্য অপেক্ষা করতে হচ্ছে শেষ দিন পর্যন্ত। কয়েক মাস ধরে তালিকার শীর্ষ স্থানে বসা নিয়ে ইঁদুর-বিড়াল দৌড় চলেছে বায়ার্ন-ডর্টমুন্ডের মধ্যে। আজ সেই দৌড়ের ‘ফিনিশিং লাইন’ ছোঁয়ার লক্ষ্যে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
টানা ১১তম শিরোপা জিততে কোলনের মাঠে বাভারিয়ানদের জিতলেই চলবে না, হার কামনা করতে হবে ডর্টমুন্ডেরও। লাইপজিগের বিপক্ষে নিজেদের মাঠে অমন বিধ্বস্ত না হলে হয়তো বায়ার্নের চিন্তা করতে হতো না। ৭০ পয়েন্ট নিয়ে ডর্টমুন্ড কিছুটা হলেও স্বস্তিতে আছে। বায়ার্ন যদি জেতে আর নিজেদের মাঠে তারা মেইঞ্জকে হারায় ১১ বছরের মধ্যে প্রথম বুন্দেসলিগা ঘরে তুলবে হলুদ-কালোরা। চার বছর আগে বায়ার্নের হাতে শিরোপা খোয়ানোর দুঃখও ভুলবে, সেটিও দুই পয়েন্ট এগিয়ে থেকে।
বায়ার্ন জিতলে আর ডর্টমুন্ড হারলে শিরোপা নিষ্পত্তি হবে গোল ব্যবধানের হিসাবে। আর বায়ার্ন যদি হারে বা ডর্টমুন্ড জেতে তবে কোনো সমীকরণের দরকার পড়বে না। বুন্দেসলিগার শেষ রাতে আজ দুই দলই মাঠে নামবে একই সময়ে। তবে এবার তীরে এসে তরি ডোবাতে দিতে চান না ডর্টমুন্ডের স্পোর্টস ডিরেক্টর সেবাস্তিয়ান কেল। বায়ার্নকে একপ্রকার হুমকিই দিয়ে রাখলেন তিনি, ‘আমরা কোনোভাবেই এটি (শিরোপা) নিয়ে যেতে দিতে পারি না।’
ডর্টমুন্ড সর্বশেষ লিগ জিতেছে ২০১১-১২ মৌসুমে, কেলের নেতৃত্বে। ডর্টমুন্ডকে টানা দুটি লিগ জিতিয়ে সেই মৌসুম শেষ লিভারপুলে যোগ দেন কোচ ইয়ুর্গেন ক্লপ। এরপর গত ১০ মৌসুমে বায়ার্নের সাফল্য আর ভাগ বসাতে পারেনি ডর্টমুন্ড। তবে এবার কেল আশাবাদী, ‘আমাদের আরেকবার জিততে হবে।’
মৌসুমের মাঝপথে হুলিয়ান নাগেলসম্যানকে বরখাস্ত করে টুখেলকে েআনে বায়ার্ন। কিন্তু জার্মান কোচের অধীনে উল্টো পথে হাঁটতে থাকে তারা। তবে ডর্টমুন্ডের সাবেক কোচই এখন হার কামনায় ডর্টমুন্ড শহরের ক্লাবটির।
বুন্দেসলিগা ছাড়াও আজ শিরোপা নিষ্পত্তি হতে পারে ফ্রেঞ্চ লিগ ওয়ানে। স্ত্রসবুর্গের মাঠে ড্র বা জিতলে ৮৫ পয়েন্ট নিযে টানা
দ্বিতীয় লিগ শিরোপা জিতবে পিএসজি। পরের দুই ম্যাচে জিতলেও ৮৪ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকতে হবে লেন্সকে।
মৌসুমের শেষ রাউন্ডে এসে বুন্দেসলিগায় শিরোপা নিষ্পত্তি হয়েছিল কবে? মাথা চুলকেও উত্তর খুঁজে পাচ্ছেন না তো? টাইম মেশিনে চড়ে চলুন একটু ২০১৮-১৯ মৌসুম থেকে ঘুরে আসি। সেবার মৌসুমের শেষ দিনে এসে টানা সপ্তম বুন্দেসলিগা নিশ্চিত করে বায়ার্ন মিউনিখ, দুইয়ে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে থেকে।
কথায় আছে, ‘ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে।’ তার প্রমাণ যেন জার্মান ফুটবলের শীর্ষ লিগের ২০২৩-২৩ মৌসুম। এবারও শিরোপা নিষ্পত্তির জন্য অপেক্ষা করতে হচ্ছে শেষ দিন পর্যন্ত। কয়েক মাস ধরে তালিকার শীর্ষ স্থানে বসা নিয়ে ইঁদুর-বিড়াল দৌড় চলেছে বায়ার্ন-ডর্টমুন্ডের মধ্যে। আজ সেই দৌড়ের ‘ফিনিশিং লাইন’ ছোঁয়ার লক্ষ্যে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
টানা ১১তম শিরোপা জিততে কোলনের মাঠে বাভারিয়ানদের জিতলেই চলবে না, হার কামনা করতে হবে ডর্টমুন্ডেরও। লাইপজিগের বিপক্ষে নিজেদের মাঠে অমন বিধ্বস্ত না হলে হয়তো বায়ার্নের চিন্তা করতে হতো না। ৭০ পয়েন্ট নিয়ে ডর্টমুন্ড কিছুটা হলেও স্বস্তিতে আছে। বায়ার্ন যদি জেতে আর নিজেদের মাঠে তারা মেইঞ্জকে হারায় ১১ বছরের মধ্যে প্রথম বুন্দেসলিগা ঘরে তুলবে হলুদ-কালোরা। চার বছর আগে বায়ার্নের হাতে শিরোপা খোয়ানোর দুঃখও ভুলবে, সেটিও দুই পয়েন্ট এগিয়ে থেকে।
বায়ার্ন জিতলে আর ডর্টমুন্ড হারলে শিরোপা নিষ্পত্তি হবে গোল ব্যবধানের হিসাবে। আর বায়ার্ন যদি হারে বা ডর্টমুন্ড জেতে তবে কোনো সমীকরণের দরকার পড়বে না। বুন্দেসলিগার শেষ রাতে আজ দুই দলই মাঠে নামবে একই সময়ে। তবে এবার তীরে এসে তরি ডোবাতে দিতে চান না ডর্টমুন্ডের স্পোর্টস ডিরেক্টর সেবাস্তিয়ান কেল। বায়ার্নকে একপ্রকার হুমকিই দিয়ে রাখলেন তিনি, ‘আমরা কোনোভাবেই এটি (শিরোপা) নিয়ে যেতে দিতে পারি না।’
ডর্টমুন্ড সর্বশেষ লিগ জিতেছে ২০১১-১২ মৌসুমে, কেলের নেতৃত্বে। ডর্টমুন্ডকে টানা দুটি লিগ জিতিয়ে সেই মৌসুম শেষ লিভারপুলে যোগ দেন কোচ ইয়ুর্গেন ক্লপ। এরপর গত ১০ মৌসুমে বায়ার্নের সাফল্য আর ভাগ বসাতে পারেনি ডর্টমুন্ড। তবে এবার কেল আশাবাদী, ‘আমাদের আরেকবার জিততে হবে।’
মৌসুমের মাঝপথে হুলিয়ান নাগেলসম্যানকে বরখাস্ত করে টুখেলকে েআনে বায়ার্ন। কিন্তু জার্মান কোচের অধীনে উল্টো পথে হাঁটতে থাকে তারা। তবে ডর্টমুন্ডের সাবেক কোচই এখন হার কামনায় ডর্টমুন্ড শহরের ক্লাবটির।
বুন্দেসলিগা ছাড়াও আজ শিরোপা নিষ্পত্তি হতে পারে ফ্রেঞ্চ লিগ ওয়ানে। স্ত্রসবুর্গের মাঠে ড্র বা জিতলে ৮৫ পয়েন্ট নিযে টানা
দ্বিতীয় লিগ শিরোপা জিতবে পিএসজি। পরের দুই ম্যাচে জিতলেও ৮৪ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকতে হবে লেন্সকে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫