Ajker Patrika

কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১১: ৩৩
কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ মো. আব্দুর রহিম (৫৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। গত বুধবার দিবাগত রাতে কারাগার থেকে হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার ভোরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রহিম নারায়ণগঞ্জ সদর থানার মহসিনাবন্দপূর্ব এলাকার মৃত আবির মিস্ত্রির ছেলে। তিনি গাজীপুর মহানগরীর টঙ্গী এরশাদনগর এলাকায় বসবাস করতেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ডেপুটি জেলার অর্পণ চৌধুরী বলেন, ছিনতাই ও চাঁদাবাজি মামলায় সাজাপ্রাপ্ত রহিমকে গত ৩০ নভেম্বর এ কারাগারে নেওয়া হয়। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কারাগারের ভেতর তিনি অসুস্থ হন।

অর্পন চৌধুরী বলেন, রহিমকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃহস্পতিবার ভোরে মৃত ঘোষণা করেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সাদেকা আফরিন লুচি বলেন, তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার অন্তত দেড়-দুই ঘণ্টা অগে তিনি মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত