Ajker Patrika

‘সুফিয়া কামাল অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১১: ০৪
‘সুফিয়া কামাল অধিকার প্রতিষ্ঠায়   কাজ করেছেন’

পরাশক্তির বিকাশের কারণে অনুন্নত ও পশ্চাৎপদ দেশগুলো রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উগ্র সাম্প্রদায়িকতা প্রসারের কারণে অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাঁদের জীবনযাত্রা অনিশ্চিত হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম।

কবি সুফিয়া কামালের ২২তম মৃত্যুদিবস উপলক্ষে গতকাল শনিবার বিকেলে এক অনলাইন আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন আলোচনার আয়োজন করে।

মানবাধিকার ও সুফিয়া কামাল শীর্ষক এই আলোচনা সভায় মূল বক্তা হিসেবে কবি সুফিয়া কামালের জীবন ও তাঁর কর্ম নিয়ে একটি আলোচনা তুলে ধরেন ফওজিয়া মোসলেম। তিনি বলেন, সুস্থ জীবন, সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে সুস্থ সাংস্কৃতিক চর্চার অধিকার আদায়ে সুফিয়া কামালের বলিষ্ঠ ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই ও সংগ্রামের সঙ্গে তাঁর নাম জড়িয়ে আছে।

সভায় সভাপতিত্ব করেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সুলতানা কামাল। তিনি বলেন, আমাদের সমাজে বিভিন্ন পেশার মানুষ আছেন। সব মানুষকে সমান মর্যাদা দেওয়ার চর্চাই হলো মানবাধিকার। মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে হবে। সুফিয়া কামাল সবাইকে ভালোবাসা বিলিয়ে দিতেন একজন মানুষ হিসেবে। তাই তাঁর সঙ্গে কথা বলার পর যেকোনো মানুষের মুখে একটা প্রশান্তির ছাপ থাকত। এটাই মানবাধিকার চর্চা।

মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন বলেন, ওনার সবচেয়ে বড় গুণ ছিল ওনার কথা সাধারণ নারীরাও খুব সহজেই বিশ্বাস করতেন। এখন যারা মানুষের অধিকার নিয়ে কাজ করছেন তাঁরাও সুফিয়া কামালকে অনুসরণ করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত