Ajker Patrika

সম্মাননা পেল ৯ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০৯: ৩৩
সম্মাননা পেল ৯ প্রতিষ্ঠান

সংস্কৃতিচর্চা, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা ও প্রসারে ভূমিকা রাখায় ৯ প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে মহাকাল নাট্য সম্প্রদায়। সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো মুক্তিযুদ্ধ জাদুঘর, সিরাজগঞ্জ উত্তরণ মহিলা সংস্থা, থিয়েটার পত্রিকা, উদীচী শিল্পীগোষ্ঠী, ছায়ানট, বাংলাদেশ গ্রাম থিয়েটার, কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা, পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ থিয়েটার আর্কাইভস।

গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বঙ্গবন্ধু ও স্বাধীনতা নাট্যোৎসবের অংশ হিসেবে এ সম্মাননা দেওয়া হয়। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন। তিনি সংশ্লিষ্টদের হাতে সম্মাননা তুলে দেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের সংস্কৃতির প্রতি যেসব মানুষ ও প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, দায়িত্বশীলতার জায়গা থেকে মহাকাল নাট্য সম্প্রদায় তাদের সম্মাননা জানিয়েছে। এটি অনেক বড় একটি বিষয়। সেটা আক্ষরিক অর্থেই আনন্দের। সত্যিকার অর্থেই এই প্রাপ্তির মধ্য দিয়ে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত