Ajker Patrika

গরু ধান খাওয়ায় দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ১৫

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১২: ৫৫
গরু ধান খাওয়ায় দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ১৫

ছাতক উপজেলায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ আহত হয়েছেন। গতকাল রোববার সকালে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের গহরপুর ও সৈদেরগাঁও গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার চাউলির হাওরপাড়ে গরু চড়াতে যান সৈদেরগাঁও গ্রামের জুনেদ আহমদ। গরু ঘাস খাওয়ার সময় গহরপুর গ্রামের কালা শাহর ধান খেতে ঢুকে পড়ে। এ সময় গরুর ধান খাওয়া নিয়ে জুনেদ ও কালা শাহের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

পরদিন রোববার সকালে জুনেদ আহমদ তার ভেড়া নিয়ে মাঠে গেলে ভেড়া চড়াতে বাধা দেয় কালা শাহ। এ নিয়ে উভয়ের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এ নিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আদা ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় গ্রামের অন্তত ১৫ ব্যক্তি আহত হন।

আহত দুধ বিবি (৩৫), আজির উদ্দিন (৩৪), সুকন মিয়া (৪০), লোকন মিয়া (৪৫), জুনেদ আহমদ (১০), রুবেল মিয়াকে (৩৫) কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালা শাহ (৩২), সুনু মিয়াসহ (৩৩) অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ছাতক থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘মারামারির ঘটনা শুনেছি। তবে এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত