বিনোদন প্রতিবেদক, ঢাকা
নওগাঁর পতিসর। আত্রাই উপজেলার এই মনোরম লোকেশনে আজ থেকে নতুন ছবির শুটিং শুরু করছেন মোশাররফ করিম। ছবির নাম ‘বিলডাকিনি’। এতে মোশাররফ করিমের সঙ্গী হবেন কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র।
এক সপ্তাহ আগে পতিসরের বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে ছবিটির শুটিং। কথা ছিল, মোশাররফ করিম ও পার্নো মিত্র ৭ জানুয়ারি সেটে উপস্থিত হবেন। একই দিনে তাঁরা শুটিং শুরু করবেন। কিন্তু কিছুদিন আগে করোনায় আক্রান্ত হন পার্নো। অনির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে যায় তাঁর বাংলাদেশ সফর। ফলে বিপাকে পড়ে ‘বিলডাকিনি’ টিম। নতুন করে শিডিউল সাজাতে হয়। নতুন শিডিউল অনুযায়ী পার্নোকে রেখেই আজ থেকে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন মোশাররফ।
মোশাররফ করিম জানিয়েছেন, ‘বিলডাকিনি’ ছবিতে একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। এটি আঁধারকবলিত এক জনপদের গল্প। এক নারী যৌন নির্যাতনের শিকার হয়ে গর্ভবতী হয়ে পড়েন। সেই ঘটনাকে কেন্দ্র করেই সমাজে ঘটতে থাকে আরও অনেক ঘটনা। শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে সামাজিক জাগরণের গল্পও এটি।
‘বিলডাকিনি’ সরকারি অনুদানের ছবি। কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। ২০১৯-২০ অর্থবছরে অনুদান পাওয়া ছবিটিতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। পরিচালনা করছেন ফজলুল কবীর তুহিন।
শুটিংয়ের ফাঁকে নির্মাতা তুহিন জানান, মোশাররফ করিমসহ অন্যান্য অভিনয়শিল্পীর শুটিং এগিয়ে নেওয়া হচ্ছে। পার্নো এলে বাকি দৃশ্যগুলো ধারণ শুরু হবে।
দুই দিন আগে করোনামুক্ত হয়েছেন পার্নো। এবার কয়েক দিন বিশ্রাম নিয়ে নওগাঁয় ‘বিলডাকিনি’র সেটে যোগ দেবেন তিনি, জানিয়েছেন নির্মাতা। তুহিন বলেন, ‘বাংলাদেশে পার্নোর শুটিংয়ের ব্যাপারে সরকারিভাবে অনুমতি নেওয়া আছে। আমাদের শুটিং চলাকালেই যেকোনো দিন তিনি যোগ দেবেন। তবে তাঁর আসার তারিখ এখনো ঠিক হয়নি।’
ইদানীং টিভি নাটকের চেয়ে চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে বেশি সময় দিচ্ছেন মোশাররফ। সর্বশেষ গত বছর অভিনয় করেছেন ইফতেখার চৌধুরীর ‘ড্রাইভার’ ওয়েব ফিল্মে। হাতে আছে আরও কয়েকটি ছবির কাজ। ‘বিলডাকিনি’ দিয়েই এ বছর চলচ্চিত্রের শুটিং শুরু করলেন মোশাররফ করিম।
নওগাঁর পতিসর। আত্রাই উপজেলার এই মনোরম লোকেশনে আজ থেকে নতুন ছবির শুটিং শুরু করছেন মোশাররফ করিম। ছবির নাম ‘বিলডাকিনি’। এতে মোশাররফ করিমের সঙ্গী হবেন কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র।
এক সপ্তাহ আগে পতিসরের বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে ছবিটির শুটিং। কথা ছিল, মোশাররফ করিম ও পার্নো মিত্র ৭ জানুয়ারি সেটে উপস্থিত হবেন। একই দিনে তাঁরা শুটিং শুরু করবেন। কিন্তু কিছুদিন আগে করোনায় আক্রান্ত হন পার্নো। অনির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে যায় তাঁর বাংলাদেশ সফর। ফলে বিপাকে পড়ে ‘বিলডাকিনি’ টিম। নতুন করে শিডিউল সাজাতে হয়। নতুন শিডিউল অনুযায়ী পার্নোকে রেখেই আজ থেকে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন মোশাররফ।
মোশাররফ করিম জানিয়েছেন, ‘বিলডাকিনি’ ছবিতে একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। এটি আঁধারকবলিত এক জনপদের গল্প। এক নারী যৌন নির্যাতনের শিকার হয়ে গর্ভবতী হয়ে পড়েন। সেই ঘটনাকে কেন্দ্র করেই সমাজে ঘটতে থাকে আরও অনেক ঘটনা। শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে সামাজিক জাগরণের গল্পও এটি।
‘বিলডাকিনি’ সরকারি অনুদানের ছবি। কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। ২০১৯-২০ অর্থবছরে অনুদান পাওয়া ছবিটিতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। পরিচালনা করছেন ফজলুল কবীর তুহিন।
শুটিংয়ের ফাঁকে নির্মাতা তুহিন জানান, মোশাররফ করিমসহ অন্যান্য অভিনয়শিল্পীর শুটিং এগিয়ে নেওয়া হচ্ছে। পার্নো এলে বাকি দৃশ্যগুলো ধারণ শুরু হবে।
দুই দিন আগে করোনামুক্ত হয়েছেন পার্নো। এবার কয়েক দিন বিশ্রাম নিয়ে নওগাঁয় ‘বিলডাকিনি’র সেটে যোগ দেবেন তিনি, জানিয়েছেন নির্মাতা। তুহিন বলেন, ‘বাংলাদেশে পার্নোর শুটিংয়ের ব্যাপারে সরকারিভাবে অনুমতি নেওয়া আছে। আমাদের শুটিং চলাকালেই যেকোনো দিন তিনি যোগ দেবেন। তবে তাঁর আসার তারিখ এখনো ঠিক হয়নি।’
ইদানীং টিভি নাটকের চেয়ে চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে বেশি সময় দিচ্ছেন মোশাররফ। সর্বশেষ গত বছর অভিনয় করেছেন ইফতেখার চৌধুরীর ‘ড্রাইভার’ ওয়েব ফিল্মে। হাতে আছে আরও কয়েকটি ছবির কাজ। ‘বিলডাকিনি’ দিয়েই এ বছর চলচ্চিত্রের শুটিং শুরু করলেন মোশাররফ করিম।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
১৪ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪