Ajker Patrika

যে সড়কে হাঁটাও দায়

মো. আকতারুজ্জামান, চৌদ্দগ্রাম (কুমিল্লা) 
যে সড়কে হাঁটাও দায়

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমজাদের বাজার থেকে চাদখার দিঘি পর্যন্ত সড়কটির বেশির ভাগ স্থানে বড় বড় গর্ত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে যায়। ফলে যানবাহন তো দূরের কথা, মানুষের হেঁটে যেতেও দুর্ভোগ পোহাতে হয়।

এই সড়ক দিয়ে প্রতিদিন কুলিয়ারা উচ্চবিদ্যালয়, লুদিয়ারা বালিকা বিদ্যালয়, ভুলকরা আলিম মাদ্রাসা, মোস্তফা কামাল উচ্চবিদ্যালয় ও আলহাজ নূর মিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াত করেন। খানাখন্দ ও গর্তে পড়ে প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা।

স্থানীয়দের অভিযোগ, আমজাদের বাজার থেকে চাদখার দিঘি পর্যন্ত চার কিলোমিটার সড়ক পার হতে আগে ১০ মিনিট সময় লাগত, এখন একই সড়ক পার হতে সময় লাগছে ২০ মিনিট। এতে শিক্ষার্থীরা সময়মতো স্কুল-কলেজে যেতে পারছে না। সাধারণ মানুষ সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না।

সিএনজিচালক আবু হানিফ বলেন, চৌদ্দগ্রাম উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক আমজাদের বাজার-চাদখার সড়ক। এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংযোগ সড়ক। আগে সড়কটি দিয়ে যেতে ১০ মিনিট সময় লাগত। এখন দ্বিগুণ সময় লাগে। মাঝেমধ্যে সড়কের গর্তে পড়ে সিএনজি বিকল হয়ে যায়। যাত্রীরা এখন এই সড়ক দিয়ে যাতায়াত করতে চান না। ফলে তাঁদের আয় কমে গেছে।

আলহাজ নূর মিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী বাকি বিল্লাহ বলেন, ‘এই সড়ক দিয়ে সময়মতো কলেজে যেতে পারি না। শুধু আমি না, এই সড়ক দিয়ে আমার মতো অনেক শিক্ষার্থী সময়মতো স্কুল-কলেজে যেতে পারে না। গুরুত্বপূর্ণ হওয়ার পরও কেন সরকার এই সড়কটি মেরামত করছে না; আমি বুঝতে পারছি না।’

নারগিস সুলতানা নামে এক শিক্ষিকা বলেন, সড়কটির এমন অবস্থা হয়েছে এখন এই সড়ক দিয়ে চলাচল করতে ভয় পান। দিন দিন সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।

উপজেলার হিংগুলা গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিন বলেন, আমাদের চলাচলের একমাত্র পথ হলো এই সড়কটি। দিনের পর দিন সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। গত কয়েক দিনের বৃষ্টিতে সড়কটির অবস্থা আরও খারাপ হয়ে গেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী নুরুজ্জামান বলেন, এই সড়কটি মেরামতের দরপত্র হয়ে গেছে। দু-এক দিনের মধ্যে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত