Ajker Patrika

পুকুরে মিলল মা, বাবা ও মেয়ের লাশ

কয়রা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৪: ০৭
পুকুরে মিলল মা, বাবা ও মেয়ের লাশ

খুলনার কয়রা উপজেলার ২ নম্বর বাগালী ইউনিয়নের বামিয়া গ্রামে একটি পুকুর থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাঁদের খুন করে লাশ পুকুরে ফেলে দিয়েছিল। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় লোকজন লাশ তিনটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

নিহত ব্যক্তিরা হলেন বামিয়া গ্রামের হাবিবুল্লাহ গাজী (৩৫), তার স্ত্রী বিউটি বেগম (৩২) ও মেয়ে হাবিবুন্নাহার টুনি (১৪)। হাবিবুল্লাহ পেশায় রাজমিস্ত্রি, আর টুনি স্থানীয় একটি মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে পড়ত। পুলিশের ধারণা, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটে।

কয়রা থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুকুর থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহত ব্যক্তিদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হাবিবুল্লাহর হাত ও পা বাঁধা ছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতদের চার প্রতিবেশীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় লোকজন জানান, হাবিবুল্লাহ পেশায় নির্মাণশ্রমিক ছিলেন। তাঁর বসতভিটা ছাড়া অন্য কোনো জমি নেই। নিজের রোজগারে একমাত্র মেয়ে ও স্ত্রীকে নিয়েই ছিল তাঁর সংসার। অন্য তিন ভাই পৃথক স্থানে বসবাস করেন। তাঁর সঙ্গে গ্রামের কারও শত্রুতা চোখে পড়েনি।

স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফা বলেন, ঘরের বারান্দা ও মেঝেতে রক্তের দাগ রয়েছে এবং ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখা গেছে। ধারণা করছি, ঘটনার পেছনে ধর্ষণজনিত কারণ থাকতে পারে।

কয়রা থানার ওসি রবিউল হোসেন জানান, দরিদ্র ওই পরিবারের বাড়ি থেকে লুট করার মতো তেমন কোনো মালামাল নেই। ধর্ষণের পর এই হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত