Ajker Patrika

টাকা নিয়ে পিঠটান জাপা প্রার্থীর, দল থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ০৯: ৫৭
টাকা নিয়ে পিঠটান জাপা প্রার্থীর, দল থেকে বহিষ্কার

চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির প্রার্থী হয়েছিলেন আলমগীর কবির মজুমদার। তিনি জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কুমিল্লা জেলা দক্ষিণের যুগ্ম আহ্বায়ক। ২০১৫ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এবারও ভোটের মাঠে বেশ শক্ত অবস্থানে ছিলেন তিনি। দলকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেকোনো পরিস্থিতিতেই শেষ পর্যন্ত মাঠে থাকবেন।

কিন্তু বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকার পরও সেই প্রতিশ্রুতি ভেঙেছেন তিনি। প্রার্থিতা প্রত্যাহার করে সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে। অভিযোগ উঠেছে, নৌকার প্রার্থীর কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে সরে গেছেন আলমগীর। এ জন্য তাঁকে জাতীয় পার্টির প্রাথমিক সদস্যপদসহ সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল বুধবার জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে জানান, গঠনতন্ত্রের ২০/১(১) ক ধারা মোতাবেক জাপা চেয়ারম্যান জি এম কাদের এ সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্ত এরই মধ্যে কার্যকর হয়েছে।

মাহমুদ আলম বলেন, ক্ষমতাসীন দলের প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন আলমগীর। ওই প্রার্থীকে সঙ্গে নিয়েই নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি। এ-সংক্রান্ত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে কথা বলতে আলমগীর কবির মজুমদারকে ফোন করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এখন একটি মিটিংয়ে ঢুকছি। পরে কথা বলব।’ পরে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি আমলের শিক্ষা প্রতিমন্ত্রী মিলনকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল ইমিগ্রেশন পুলিশ

পর্যটন শুরু কাল: সেন্ট মার্টিনে জাহাজ চালাবেন না মালিকেরা

ময়মনসিংহের নান্দাইল: শত বছরের হাইত উৎসবে মাছশিকারিদের ঢল

সোয়া লাখের বদলে ৭৫০০ শরণার্থীকে আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র, বেশির ভাগই শ্বেতাঙ্গ আফ্রিকান

অনিশ্চয়তায় ঢাকা বিআরটি কোম্পানি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ