Ajker Patrika

পাকুন্দিয়ার চরাঞ্চলে বাড়ছে চীনা বাদামের চাষ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৩ মার্চ ২০২২, ১০: ২২
পাকুন্দিয়ার চরাঞ্চলে বাড়ছে চীনা বাদামের চাষ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরাঞ্চলে চিনাবাদামের চাষ বাড়েছে। বাদামের আবাদে খরচ কম হয় এবং স্বল্প সময়ে ফসল ঘরে তোলা যায়। এতে আর্থিকভাবেও লাভবান হচ্ছেন কৃষক। এজন্য বাদাম চাষে আগ্রহ বাড়ছে এখানকার কৃষকদের মাঝে।

জানা গেছে, উপজেলার এগারসিন্দুর, চরফরাদী ও জাঙালিয়া ইউনিয়নের মধ্য দিয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদ বয়ে গেছে। নদের পাড়ের মাটি বেলেজাতীয়। এ ধরনের মাটিতে অন্য ফসল তেমন চাষাবাদ হয় না। সেখানে অল্প খরচে বাদাম চাষ বেশ লাভজনক। চিনাবাদাম চাষে সেচের প্রয়োজন হয় না। শুধু বীজ বপন আর পরিচর্যা করলেই কাঙ্ক্ষিত ফলন আসে। বাদামের বাজারদরও বেশ ভালো হওয়ায় কৃষকেরা কম খরচে অধিক লাভবান হচ্ছেন।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জান গেছে, বছর দুয়েক আগে এখানে বাদামের চাষ অনেক কম হতো। কিন্তু দুই বছর ধরে বাজারে বাদামের চাহিদা থাকায় ভালো দাম পাচ্ছেন কৃষকেরা। তাই চর এলাকার কৃষকেরা বাদাম চাষে ঝুঁকছেন। উপজেলায় আগে ১০-১২ হেক্টর জমিতে বাদাম চাষ হতো। সেখানে দুই বছর ধরে ১৫-২০ হেক্টর জমিতে চাষ হচ্ছে।

সরেজমিন দেখা গেছে, ব্রহ্মপুত্র নদের তীরে এগারোসিন্দুরের চরদেওকান্দি, চরফরাদীর চরআলগী ও জাঙালিয়া ইউনিয়নের মুনিয়ারীকান্দা গ্রামে বাদামের চাষ হচ্ছে। এগারসিন্দুর ইউনিয়নের থানাঘাট সেতুসংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড়ের বালুময় বিস্তীর্ণ জমিতে বাদামের চাষ হয়েছে। সারি সারি বাদাম গাছের পরিচর্যায় ব্যস্ত চাষিরা।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাদাম চাষে সেচের দরকার হয় না। বীজ বপণের পর শুধু পরিচর্যা করতে হয়। তাই কৃষকদের বাদাম আবাদে খরচ অন্য ফসলের তুলনায় কম। প্রতি বিঘা জমিতে ৮-১০ মণ ফলন পাওয়া যায়। বর্তমান বাজারে বাদামের চাহিদা থাকায় দামও ভালো পাওয়া যাচ্ছে।

মিলন মিয়া নামের একজন বাদাম চাষি বলেন, ‘এক বিঘা জমিতে বাদাম চাষ করেছি। এতে খরচ হয়েছে প্রায় ৩ হাজার ৫০০ টাকা। ফলন বেশ ভালো এসেছে। আশা করছি ৮-১০ মণ বাদাম পাব। এতে করে বেশ লাভবান হব বলে আশা করছি।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, বাদাম চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। কম সময় ও খরচে কৃষকেরা অধিক লাভবান হচ্ছেন। উপজেলা কৃষি বিভাগ থেকে তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত