Ajker Patrika

নিষেধাজ্ঞা না মানায় ৪ জেলের কারাদণ্ড

বাবুগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ০৯: ৩১
নিষেধাজ্ঞা না মানায়   ৪ জেলের কারাদণ্ড

বাবুগঞ্জে নিষেধাজ্ঞা না মেনে মা ইলিশ ধরার অপরাধে ৪ জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকাল ও গত মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদণ্ড দেওয়া হয়।

জানা গেছে, গত মঙ্গলবার বিকেল ও গতকাল বুধবার সকালে উপজেলার সন্ধ্যা, সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন–রাকুদিয়া এলাকার কবির হোসেন (৪৩), লামচর ক্ষুদ্রকাঠী এলাকার মাহে আলম (২৮), আসিফ (২০) ও রাকিব (২০)। তাদের প্রত্যেককে ২০ দিনের কারাদণ্ড দিয়ে বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া মনজুরুল হাসান নামে একজনকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

মা ইলিশ ধরায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। এ সময় ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুজ্জামান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। ইলিশ শিকারে জড়িতদের প্রতি কঠোর অবস্থানে আছে উপজেলা প্রশাসন।

সহকারী কমিশনার মিজানুর রহমান জানান, ‘প্রাথমিকভাবে সকলকে সতর্ক করার জন্য ২০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পরবর্তীতে মা ইলিশ শিকার করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত