Ajker Patrika

পোশাক কারখানায় দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক, সাভার
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১০: ০৮
Thumbnail image

ঢাকার সাভারে বিশ্বাস গ্রুপের একটি পোশাক কারখানায় অভিযান চালিয়ে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার উপজেলার রাজ ফুলবাড়িয়া এলাকার ওই কারখানায় অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন দুদকের সম্মিলিত ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবীর। এ সময় তিতাসের সাভার কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাঁকে সহায়তা করেন।

দুদক সূত্রে জানা গেছে, ছয় কোটি টাকা বকেয়ার কারণে ২০১৯ সালের জানুয়ারি মাসে তিতাস গ্যাস কর্তৃপক্ষ রাজ ফুলবাড়িয়া এলাকার বিশ্বাস গার্মেন্টস লিমিটেডের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। সংযোগ বিচ্ছিন্ন করার পর কারখানা কর্তৃপক্ষ অবৈধভাবে গ্যাস ব্যবহার করতে থাকে। খবর পেয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই বছর মে মাসে ফের অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে সাভার থানায় মামলা করে। এর কিছুদিন পর থেকে কারখানা কর্তৃপক্ষ আবারও অবৈধ সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার শুরু করেন।

সাভার তিতাসের ব্যবস্থাপক আবু সাহাদত মোহাম্মদ সায়েম বলেন, অভিযোগের প্রেক্ষিতে দুদক বিশ্বাস গার্মেন্টসে অভিযান চালায়। কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে আরও একটি মামলার প্রস্তুতি চলছে।

অভিযানের নেতৃত্বদানকারী হুমায়ুন কবীর বলেন, কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে অবৈধভাবে গ্যাস ব্যবহারের সত্যতা পাওয়া গেছে। অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তিন ছাত্রকে আটক করায় এসআই ক্লোজড, ওসির বিরুদ্ধে তদন্ত শুরু

সংবিধানে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ রাখার পক্ষে যে যুক্তি দিলেন আলী রীয়াজ

রাজধানীতে নিখোঁজ কিশোরী নওগাঁয়, যা বললেন সঙ্গে থাকা তরুণের বাবা

আটক ৩ জনকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা শিক্ষার্থীদের

থানায় হামলা করে আটকদের ছাড়িয়ে নিল ছাত্ররা, বদলির মুখে ওসি-এসআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত