Ajker Patrika

পোশাক কারখানায় দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক, সাভার
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১০: ০৮
পোশাক কারখানায় দুদকের অভিযান

ঢাকার সাভারে বিশ্বাস গ্রুপের একটি পোশাক কারখানায় অভিযান চালিয়ে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার উপজেলার রাজ ফুলবাড়িয়া এলাকার ওই কারখানায় অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন দুদকের সম্মিলিত ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবীর। এ সময় তিতাসের সাভার কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাঁকে সহায়তা করেন।

দুদক সূত্রে জানা গেছে, ছয় কোটি টাকা বকেয়ার কারণে ২০১৯ সালের জানুয়ারি মাসে তিতাস গ্যাস কর্তৃপক্ষ রাজ ফুলবাড়িয়া এলাকার বিশ্বাস গার্মেন্টস লিমিটেডের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। সংযোগ বিচ্ছিন্ন করার পর কারখানা কর্তৃপক্ষ অবৈধভাবে গ্যাস ব্যবহার করতে থাকে। খবর পেয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই বছর মে মাসে ফের অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে সাভার থানায় মামলা করে। এর কিছুদিন পর থেকে কারখানা কর্তৃপক্ষ আবারও অবৈধ সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার শুরু করেন।

সাভার তিতাসের ব্যবস্থাপক আবু সাহাদত মোহাম্মদ সায়েম বলেন, অভিযোগের প্রেক্ষিতে দুদক বিশ্বাস গার্মেন্টসে অভিযান চালায়। কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে আরও একটি মামলার প্রস্তুতি চলছে।

অভিযানের নেতৃত্বদানকারী হুমায়ুন কবীর বলেন, কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে অবৈধভাবে গ্যাস ব্যবহারের সত্যতা পাওয়া গেছে। অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চান, রহস্য কী

রামগড়ের ‘রুম পার্টি’ টর্চার সেলের হোতা সাবেক মেয়র কাজী রিপন গ্রেপ্তার

গাজীপুরে ১০ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত